মুম্বাই, ২৭ ডিসেম্বর- মুক্তি পেতে চলেছে ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি অনুপ্রাণিত ছবি মোদি কা গাঁও। বিভিন্ন কারণে সেনসর বোর্ডে আটকে গিয়েছিল ছবিটি, তবে শেষ পর্যন্ত মুক্তির আলো দেখতে চলেছে ছবিটি। মূলত প্রধানমন্ত্রীর উন্নয়নমূলক কাজকর্মকে ভিত্তি করেই তৈরি এই ছবি। বিভিন্ন বাধা অতিক্রম করে কিভাবে উন্নয়নের পথ প্রশস্ত হয়েছে সেসবও তুলে ধরা হয়েছে এই ছবিতে। পাশাপাশি স্বচ্ছ ভারত থেকে সার্জিক্যাল স্ট্রাইক, নোট বাতিলের মতো ইস্যু গুলিও একের পর এক এসেছে এখানে। তবে ছবিটি মোদির বায়োপিক যে নয় তা স্পষ্ট করে দিয়েছেন চিত্রনির্মাতা। আরও পড়ুন:আমি চাই ছেলে নেশাখোর হোক: শাহরুখ উল্লেখ্য, এখানে মুখ্য ভূমিকায় অভিনয় করেছেন রোহিত রাজ। তুষার এ গোয়েল পরিচালিত ১৩৫ দীর্ঘ এই ছবিতে অন্যান্য গুরুত্বপূর্ণ ভূমিকায় অভিনয় করেছেন চন্দ্রমণি এম এবং জেবা এ. প্রমুখ। এমএ/১১:৪০/২৭ ডিসেম্বর
from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://ift.tt/2l3POIg
December 27, 2017 at 05:50PM
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন