ধূপগুড়ি, ২৬ ডিসেম্বরঃ দুষ্কৃতির হাত থেকে বাঁচতে কোনো পথ না পেয়ে অবশেষে ট্রেন থেকে ঝাঁপ দিলেন হরিয়ানার মাঝ বয়সী এক ব্যক্তি। মাথায় ও শরীরের বিভিন্ন স্থানে একাধিক আঘাতের চিহ্ন রয়েছে তাঁর। তাঁকে উদ্ধার করে ধূপগুড়ি গ্রামীন হাসপাতালে ভরতি করা হয়েছে। আহত ওই ব্যক্তির নাম অরবিন্দ কুমার যোগী(৩৫)। জানা গিয়েছে, আহত যুবক গুয়াহাটি থেকে হরিয়ানা যাওয়ার উদ্দেশ্যে অবধ আসাম এক্সপ্রেসে চেপেছিলেন। ধূপগুড়ি ব্লকের খলাইগ্রাম স্টেশন পার করার পরই ওই ব্যক্তির ওপর হামলা করে জনা পাঁচেক দুষ্কৃতি। তাদের হাত থেকে বাঁচতেই ট্রেন থেকে ঝাঁপ দেন অরবিন্দ। ধূপগুড়ি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় অরবিন্দ বলেন, তার কাছে নগদ ৪ হাজার টাকা, মোবাইল ফোন সহ বেশ কিছু সামগ্রী ছিল। হয়তো সেগুলি লুট করতেই তাঁর ওপর হামলা করে বলে অভিযোগ করেছেন তিনি। এদিকে ঘটনার খবর পেয়ে ধূপগুড়ি থানার পুলিশ ও ময়নাগুড়ি জিআরপি হাসপাতালে গিয়ে প্রাথমিক তদন্ত করেছেন। তবে এই ঘটনায় এখনও জিআরপির কাছে কোনো লিখিত অভিযোগ দায়ের করা হয় নি।
ছবি ও সংবাদদাতাঃ শুভাশিস বসাক
from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal http://ift.tt/2pAeHzV
December 26, 2017 at 01:17PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন