মসজিদে নববীতে নবীর মেহরাবে ২৫ বছর পর নামাজ শুরু

সুরমা টাইমস ডেস্ক:: মসজিদে নববীতে হজরত রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেহরাব দীর্ঘ ২৫ বছর বন্ধ থাকার পর আজ শুক্রবার (৮ই নভেম্বর) জুম্মার নামাজের মাধ্যমে পূনরায় উন্মুক্ত করে দেওয়া হচ্ছে।

মসজিদে নববীতে আজ জুম্মার খুতবা দেন শায়খ ড. আবদুল্লাহ আল বুআইজান।

পঁচিশ বছর পূর্বে ১৪১৪ হিজরির ৩০ রমজানের বেতরের নামাজে রওজা শরিফে (রিয়াজুল জান্নাহ বা জান্নাতের বাগান) অবস্থিত হজরত রাসূলুল্লাহ (সা.)-এর এই মেহরাবে দাঁড়িয়ে সর্বশেষ ইমামতি করেন শায়খ ড. আবদুর রহমান আল হুজাইফি। এর পর মেহরাবটি মসজিদে নববীর সম্প্রসারণ কাজের জন্য বন্ধ করে দেওয়া হয়।

সূত্রমতে, পরীক্ষামূলকভাবে আজকে মেহরাবটি খোলা হচ্ছে। সার্বিক অবস্থা পর্যালোচনা ও বিবেচনার পর পরবর্তী করণীয় নির্ধারণ করা হবে।



from Sylhet News | সুরমা টাইমস http://ift.tt/2BNh7fD

December 08, 2017 at 08:43PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top