কলকাতা, ০৪ ডিসেম্বর- একেবারে বিদেশি বিনোদন পার্কের আদলে এবার ডায়মন্ডহারবারে গঙ্গার ধার ও সংলগ্ন এলাকাকে একেবারে আধুনিক ছাঁচে ঢেলে সাজানো হবে৷ প্রায় দুকিমি এলাকা জুড়ে গঙ্গাতটে ফুল ও ফলের গাছগাছালির মধ্যে হাঁটার রাস্তার পাশাপাশি বসার জায়গা ছাড়াও পিকনিক স্পটের ব্যবস্থা থাকবে৷ যাতে অতিথিরা শহরে ঢোকার পর সেখানে দুদণ্ড বসে নদীর স্পর্শ পেয়ে চোখ ও মনের তৃপ্তি পেতে পারেন৷ সকল বয়সীদের মনোরঞ্জনের কথা ভেবে সেই অনুসারে পরিকাঠামো তৈরি করা হবে৷ বিশেষত শিশুদের বিনোদনের জন্য রোপওয়ে করারও পরিকল্পনাও নেওয়া হয়েছে৷ ডায়মন্ডহারবার মহকুমা আধিকারিকের অফিসের ঠিক উল্টো দিকে নদীর ধার ধরে সৌন্দর্যায়নের কাজ শুরু হবে৷ তা শেষ হবে কেল্লার মাঠে গিয়ে৷ নদীর ধার ঘেঁষে পুরো অংশ কংক্রিটের ঢালাই করা হবে৷ সেখানে নদীর জল পর্যন্ত পর পর সিঁড়ি থাকবে৷ যাতে কেউ মনে করলে নদীর একেবারে কাছে চলে যেতে পারেন৷ কেউ চাইলে সেখানে বসতেও পারেন৷ কোথাও কোথাও নদীর উপর কিছুটা বাড়িয়ে ঝুলবারান্দার মতো করে দেওয়া হবে৷ সেখানে আলাদা করে বসার জায়গা থাকবে৷ পার্কের ভিতর দিয়ে হাঁটার আলাদা রাস্তা করে দেওয়া হবে৷ পার্কে থাকবে শৌচাগার, পানীয় জলের ব্যবস্থা এবং স্নানার্থীদের জন্য পোশাক পালটানোর ঘরও৷ খাওয়ার জন্য বাইরে যেতে হবে না৷ ভিতরেই থাকবে মোবাইল ফুড স্টল৷ তথ্যসূত্র: কলকাতা২৪৭ এআর/১৩:২৫/০৪ ডিসেম্বর
from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://ift.tt/2BwRGis
December 04, 2017 at 07:23PM
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন