বিশ্বের জনপ্রিয় দশটি সিনেমার তালিকায় প্রভাসের বাহুবলী

সুরমা টাইমস ডেস্ক:: বলিউডের সব সিনেমাকে পিছনে ফেলে দিয়ে প্রথম সারিতে উঠে এলো বাহুবলী। বিশ্বের অন্যতম জনপ্রিয় সিনেমার তালিকায় উঠে এলো দক্ষিণী নায়ক প্রভাসের বাহুবলী। রিপোর্টে প্রকাশ, ২০১৭ সালে গুগলের টপ ট্রেন্ডস-এ উঠে এসেছে পরিচালক রাজামৌলির ওই সিনেমার নাম।

জানা যাচ্ছে, ২০১৭ সালে গুগল সার্চ ইঞ্জিনে যে সিনেমাগুলি সবচেয়ে বেশি খোঁজা হয়েছে, সেই তালিকায় ৭ নম্বরে রয়েছে বাহুবলী। গুগলের ওই তালিকায় বাকি ৯টি সিনেমার মধ্যে জায়গা করে নিয়েছে একমাত্র ভারতীয় সিনেমা বাহুবলী। আর ওই রিপোর্ট প্রকাশ পাওয়ার পরই প্রভাস ভক্তদের মধ্যে উচ্ছ্বাস সীমাহীন।

ওই তালিকা অনুযায়ী-

১) আইটি

২) ওয়ান্ডার ওম্যান

৩) বিউটি এন্ড দ্য বিস্ট

৪) লোগান

৫) জাস্টিস লিগ

৬) দ্য ফেট অফ দ্য ফিউরিয়স

৭) বাহুবলী টু

৮) ডানক্রিক

৯) লা লা ল্যান্ড

১০) থর : রাগনরক।



from Sylhet News | সুরমা টাইমস http://ift.tt/2C1DDSr

December 13, 2017 at 11:55PM
14 Dec 2017

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.

 
Top