সুরমা টাইমস ডেস্ক :: বর্তমান সরকারের কোনো গণভিত্তি নেই দাবি করে বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়া বলেছেন, তাই বর্তমান ভোটারবিহীন সরকার জুলুম-নির্যাতন ও সন্ত্রাসের আশ্রয়প্রার্থী। জোর করে ক্ষমতা ধরে রাখতে গিয়ে সরকার বিকারগ্রস্ত হয়ে পড়েছে বলেও মন্তব্য করেন তিনি।
স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক আব্দুল কাদির ভুইয়া জুয়েলকে গ্রেফতারে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে শনিবার গণমাধ্যমে দেয়া এক বিবৃতিতে বিএনপি নেত্রী এসব কথা বলেন।
খালেদা জিয়া আরও বলেন, দেশের জনগণের কাছ থেকে এবং আন্তর্জাতিকভাবেও বিচ্ছিন্ন হয়ে এই সরকার ক্রুদ্ধ হয়ে উঠেছে, আর এই ভয়ঙ্কর ক্রুদ্ধতার বিষাক্ত ছোবল গিয়ে পড়ছে বিরোধী নেতাকর্মীদের উপর। তাই দেশবাসীর নিরাপত্তার জন্য তিনি দেশের ঐক্যবদ্ধ গণতান্ত্রিক শক্তিতে এগিয়ে আসার আহ্বান জানান।
এর আগে, শুক্রবার দিবাগত রাতে আব্দুল কাদির ভুইয়া জুয়েলকে তার বাসা থেকে গ্রেফতার করা হয়।
বিএনপি প্রধান বলেন, দুঃশাসনের বিরুদ্ধে বলিষ্ঠ প্রতিবাদী নেতৃত্বকে ধ্বংস করতেই সরকার বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দকে গ্রেফতার করছে। আর তারই শিকার হলো আব্দুল কাদির ভূইয়া জুয়েল।
বিবৃতিতে অবিলম্বে তার বিরদ্ধে দায়েরকৃত মামলা প্রত্যাহার ও নিঃশর্ত মুক্তির জোর দাবি জানান খালেদা জিয়া।
from Sylhet News | সুরমা টাইমস http://ift.tt/2AJ5uXV
December 09, 2017 at 02:41PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন