ওয়েবসাইট হ্যাক করে তৎকাল টিকিট বুকিং, গ্রেফতার সিবিআইয়ের প্রোগ্রামার

নয়াদিল্লি, ২৮ ডিসেম্বরঃ তৎকাল টিকিটের জন্য আইআরসিটিসি-র ওয়েবসাইটে গেলেন, অথচ রিজার্ভেশন শুরু হওয়ার কয়েক মিনিটের মধ্যে দেখাচ্ছে সব আসন পূর্ণ হয়ে গেছে। অথচ অন্য একজন ট্রাভেল এজেন্টের মাধ্যমে সহজেই তৎকাল টিকিটে আসন পেয়ে গেলেন। এরকম ঘটনার সাক্ষী অনেকেই। কিন্তু কীভাবে ঘটে এরকম ঘটনা। তদন্ত করতে গিয়ে সর্ষের ভিতরেই ভূত খুঁজে পেল সিবিআই। রেলের রিজার্ভেশন সফটওয়্যারকে হ্যাক করে এজেন্টদের টিকিট পাইয়ে দেওয়ার অভিযোগে উত্তরপ্রদেশের জৌনপুর থেকে সিবিআইয়ের এক সফটওয়্যার প্রোগ্রামারকে গ্রেফতার করেছে জাতীয় তদন্তকারী সংস্থা। ওই সফটওয়ার প্রোগ্রামের নাম অজয় গর্গ। গ্রেফতার করা হয়েছে অনিল গুপ্তা নামে আরও একজনকে। এছাড়া আরও ১৩জনের বিরুদ্ধেও মামলা করা হয়েছে। এদের মধ্যে রয়েছে অজয়ের পরিবারের সদস্য ও কয়েকজন ট্রাভেল এজেন্ট। জানা গিয়েছে, অজয় এমন একটি সফটওয়ার বানিয়েছে, যার মাধ্যমে আইআরসিটিসি-র ওয়েবসাইটে গিয়ে এক ক্লিকেই একজন ট্রাভেল এজেন্ট ইচ্ছামতো তত্কাল টিকিট কাটতে পারেন। সিবিআই সূত্রে জানা গিয়েছে, আগে অজয় আইআরসিটিসিতেই চাকরি করতেন। ২০১২ সালে তিনি সিবিআইয়ে যোগ দেন সফটওয়ার প্রোগ্রামার হিসাবে। আইআরসিটিসি কাজ করার সুবাদেই রিজার্ভেশন সফটওয়ারের খুঁটিনাটি তিনি জেনে যান বলে সিবিআই আধিকারিকরা জানিয়েছেন। আইআরসিটিসি-র সফটওয়ারে খুঁত আছে বুঝতে পেরেই নিজে একটি প্রোগ্রাম তৈরি করেন অজয়। আর সেই প্রোগ্রামটি বিভিন্ন ট্রাভেল এজেন্টদের দেন টাকার বিনিময়ে। তদন্তে জানা গিয়েছে, অজয় ট্রাভেল এজেন্টদের থেকে টাকা নিত বিটকয়েনের মাধ্যমে। ফলে তাকে ধরা সম্ভব হয়নি। এছাড়া তাকে ধরা যাতে না যায় তার জন্য বিদেশের সার্ভার ব্যবহার, মাস্কিংয়ের মত বিভিন্ন সুরক্ষা ব্যবস্থা ব্যবহার করত অজয়। তবে আইআরসিটিসি-র তরফে জানানো হয়েছে, বেআইনিভাবে টিকিট কাটা হলেও, সাধারণ টিকিট যেভাবে কাটা হয় সেভাবেই টাকা মেটানো হয়েছে, ফলে আইআরসিটিরি-র কোনো আর্থিক ক্ষতি হয়নি। প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, অজয়ের প্রোগ্রাম ব্যবহারকারী এজেন্টদের মধ্যে সাতজন উত্তরপ্রদেশের ও তিনজন মুম্বইয়ের। অজয় ও অনিলকে পাঁচদিনের জন্য সিবিআই হেপাজতে পাঠিয়েছে আদালত।



from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal http://ift.tt/2pKU0Bl

December 28, 2017 at 12:07PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top