সুরমা টাইমস ডেস্ক:: বিমানের মধ্যে শ্লীলতাহানি করা হয়েছিল অভিযোগ তুলে ভিডিও পোস্ট করেছিলেন জাইরা ওয়াসিম। সেই অভিযোগে অভিযুক্তকে নির্দোষ বলে দাবি করল তাঁর সহযাত্রী।
অন্যদিকে অভিযুক্তকে সাতদিনের জেল হেফাজত দিয়েছে দিনদোসী আদালত।
এক ভারতীয় সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, ভিস্তারা বিমানে অভিযুক্তের পাশের আসনে বসা যাত্রীকে এ বিষয় পুলিশ জিজ্ঞাসাবাদ করে। তাতে ওই যাত্রী জানিয়েছেন, আমি ওই ব্যক্তির পাশেই বসেছিলাম। তাঁকে তেমন কিছু করতে দেখিনি। শুধুমাত্র একবার তাঁর পা আগের আসনে চলে গিয়েছিল। সঙ্গে সঙ্গে তিনি তা সরিয়েও নিয়েছিলেন।
ওই সহযাত্রী আরও বলেন, অভিযুক্ত তাঁর পা আগের আসনের হাত রাখার জায়গায় তুলে রেখেছিলেন। যেটা তাঁর করা উচিত ছিল না। কিন্তু, কোনও খারাপ ব্যবহার তাঁকে করতে দেখা যায়নি।
এমনকী, মুম্বইয়ে বিমান অবতরণের আগে অভিনেত্রী তাঁর ওপর চিৎকার করেন। সেইসময় ক্ষমাও চেয়ে নেন ওই যাত্রী।
১৭ বছরের জাইরার অভিযোগের ভিত্তিতে গ্রেপ্তার করা হয়েছে অভিযুক্তকে। বিমান কর্তৃপক্ষের পক্ষ থেকে ঘটনার তদন্ত করা হচ্ছে। দিল্লি নারী কমিশনও বিষয়টি খতিয়ে দেখার নির্দেশ দেয়। তবে অভিযুক্তের স্ত্রী প্রথম থেকেই স্বামীকে নির্দোষ বলে দাবি করেছিলেন।
from Sylhet News | সুরমা টাইমস http://ift.tt/2yu7P6m
December 15, 2017 at 12:00AM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.