মুম্বাই, ২৫ ডিসেম্বর- শাহরুখ খান। বলিউডে যার খ্যাতি রোমান্স কিং ও বাদশাহ হিসেবে। কিন্তু তার বড় ছেলে আরিয়ানকে নাকি তিনি নেশাখোর বানানোর ইচ্ছা প্রকাশ করেছিলেন। আরিয়ানের জন্মের পর এক সাক্ষাৎকারে স্ত্রী গৌরি খানের সামনেই এমন কথা বলেছিলেন কিং খান। আরিয়ান হওয়ার পর সিমি গারওয়াল তাঁর জনপ্রিয় অনুষ্ঠানে শাহরুখ ও গৌরীকে আমন্ত্রণ জানিয়েছিলেন। তখন নতুন বাবা-মা হওয়ার আনন্দে উচ্ছ্বসিত তাঁরা।সেই অনুষ্ঠানে সব নতুন বাবা-মা এবং সিমি গৌরীকে প্রশ্ন করেছিলেন, তাঁদের ছেলে বড় হওয়ার পর তাঁরা তার কাছ থেকে কী চায়? গৌরী শুধু হেসে উত্তর দিয়েছিলেন, তিনি চান আরিয়ান একজন ভালো ছেলে হোক। কিন্তু তিনি জানেন শাহরুখ ছেলেকে কোনওদিন ভালো ছেলে হতে দেবে না। আরিয়ান বখে যাবেই। তখন মজা করে শাহরুখও বলেন, আমি ইতিমধ্যেই হিরোইনদের বলেছি যে তোমাদের সবার মেয়ে হবে। আর আমার ছেলে তোমাদের মেয়েদের অনবরত বিরক্ত করবে। এই শহরের মধ্যে আমি আমার ছেলেকে সবচেয়ে দুষ্টু ছেলে বানাব। আরও পড়ুন:যে বাড়িতে শুরু বিরাট-আনুশকার সংসার তারপরই কিং খান বলেন, আমি আমার কিশোর বয়সে যা করতে পারিনি, আমি চাই আমার ছেলে ওই সব করুক। হতে পারে সেটা নেশা করা, প্রেম করা। আমি চাই কৈশোরের সব মজাই সে নিক। উল্লেখ্য, আরিয়ানের বয়স এখন ২০ বছর। সে এখন যুক্তরাষ্ট্রে পড়াশোনা করছে। সূত্র:বিডি প্রতিদিন এমএ/০৯:০০/২৫ ডিসেম্বর



from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://ift.tt/2C9M4ia
December 26, 2017 at 03:13AM
26 Dec 2017

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.

 
Top