ঢাকা, ২৫ ডিসেম্বর- ঘরের মাঠে বরবারই শক্তিশালী ভারত। তা শ্রীলঙ্কা সফরে আবারো টের পেল ক্রিকেট বিশ্ব। মুম্বাইয়ে অনুষ্ঠিত তিন ম্যাচ টি টোয়েন্টি সিরিজে সফরকারীদের ধবল ধোলাই করে ৩-০ ব্যবধানে জিতে নিল ভারত। ফলে টি-২০ র্যাংকিংয়ের পাঁচ থেকে দুইয়ে উঠে এসেছে ভারত। ভারত-শ্রীলঙ্কা সিরিজ শেষে র্যাংকিংয়ের নতুন তালিকা প্রকাশ করেছে ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা আইসিসি। শ্রীলঙ্কার বিপক্ষে টি-২০ ইতিহাসে সবচেয়ে কম বলে অর্থাৎ ৩৫ বলে সেঞ্চুরি হাঁকানোর রেকর্ড গড়েন ভারতের ভারপ্রাপ্ত অধিনায়ক রোহিত শর্মা। ফলে রোহিত শর্মা ছয় ধাপ এগিয়ে ১৪তম স্থানে উঠে এসেছেন। তবে অপরিবর্তিতই আছে অলরাউন্ডারদের র্যাংকিং। তালিকায় এখনো শীর্ষে বাংলাদেশের সাকিব আল হাসান।বর্তমানে তাঁর রেটিং পয়েন্ট ৩৫২। ৩৩০ পয়েন্ট নিয়ে তালিকার দ্বিতীয়তে অবস্থান করছেন অজি অলরাউন্ডার গ্লেন ম্যাক্সওয়েল। একনজরে দেখে নিন শীর্ষ ৫ অলরাউন্ডার: *সাকিব আল হাসান, গ্লেন ম্যাক্সওয়েল, মোহাম্মদ নবী, মারলন স্যামুয়েলস, জেপি ডুমিনি। আরও পড়ুন:চারদিনের টেস্টের যুগে ক্রিকেট চলতি বছরের শেষ টি-টুয়েন্টি র্র্যাংকিং প্রকাশ করলো আইসিসি। আজকের প্রকাশিত বোলিং র্র্যাংকিংয়ে রয়েছে বাংলাদেশের দুই বোলার মোস্তাফিজুর রহমান এবং সাকিব আল হাসান। আইসিসি টি-টুয়েন্টি র্র্যাংকিংয়ে মোস্তাফিজ রয়েছেন সাত নম্বারে এবং সাকিব আল হাসান রয়েছে ৮ নম্বারে। একনজরে আইসিসি টি-টুয়েন্টি বোলিং র্র্যাংকিং এ প্রথম ১০ জনের তালিকা: ১. ইমাদ ওয়াসিম : ৭১৮ রেটিং পয়েন্ট ২. রাশিদ খান : ৭১৭ রেটিং পয়েন্ট ৩. বুমরাহ : ৭০২ রেটিং পয়েন্ট ৪. সামিউল বাদ্রি : ৬৯৪ রেটিং পয়েন্ট ৫. ইমরান তাহির : ৬৯১ রেটিং পয়েন্ট ৬. সুনিল নারাইন :৬৭৬ রেটিং পয়েন্ট ৭. মোস্তাফিজুর রহমান : ৬৬৭ রেটিং পয়েন্ট ৮. সাকিব আল হাসান : ৬৬১ রেটিং পয়েন্ট ৯. জেমস ফোকনার : ৬৬১ রেটিং পয়েন্ট ১০. ইশ সোদি : ৬৫৬ রেটিং পয়েন্ট এমএ/১০:৫০/২৫ ডিসেম্বর



from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://ift.tt/2ldNe1I
December 26, 2017 at 05:03AM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top