ঢাকা, ২৯ ডিসেম্বর- হাথুরুসিংহে কোচ থাকা অবস্থায় সৌম্য সরকারকে নিয়ে আলোচনার অনেকটা জুড়েই ছিল বিতর্ক। বিশেষ করে ফর্ম হারিয়েও দলে যখন জায়গা হারাচ্ছিলেন না, অনেকেই চটে বসেছিলেন সৌম্য কিংবা হাথুরুসিংহে কিংবা দুজনেরই উপর। ফর্ম হারিয়ে নিজেকে খোঁজা বাংলাদেশি ওপেনার সম্প্রতি মুখোমুখি হয়েছিলেন সংবাদমাধ্যমের। সেখানে হাথুরুসিংহে, নতুন বছরের পরিকল্পনা এবং শ্রীলঙ্কা সিরিজ সম্পর্কে বিভিন্ন কথা বলেন সৌম্য। শ্রীলঙ্কা সিরিজে ভালো করার প্রত্যয় ব্যক্ত করে সৌম্য বলেন, নতুন বছর। ওদের কোচও বদল হয়েছে, আমাদেরও হচ্ছে। টিমেরও প্ল্যান চেঞ্জ হবে। চাইবো যে নতুন বছরটা যাতে ভালো শুরু করতে পারি। মাঠে যারা ভালো খেলবো তাদের পক্ষেই যাবে ফল। ভালো খেলতে যা যা করা লাগে আমরা সেটা করবো। আরও পড়ুন:জাতীয় দল থেকে বাদ পড়তে যাচ্ছিলেন সাকিব! এদিকে বাংলাদেশ ছেড়ে শ্রীলঙ্কার দায়িত্ব নেওয়া হাথুরুসিংহে শ্রীলঙ্কাকে বাড়তি কোনো সুবিধা এনে দিতে পারবেন বলে মনে করেন না সৌম্য। তার ব্যাখ্যা, আমার কাছে মনে হয় এভাবে ভাবলে বেশিদূর চিন্তা করা হয়ে যাবে। তিনি আমাদের সম্পর্কে বেশি জানেন। বেশি দিতে চাইবেন। বেশি নিতে গেলে হয়তোবা অনেকেই সেটা পূরণ করতে পারবে না। বেশি জানলেও সমস্যা। আর তিনি তো আর খেলবেন না, খেলবে প্লেয়াররা। আমরা ডমিনেট করতে পারলে ফল আমাদের দিকেই আসবে। আর ডমিনেট করার জন্য আমরাও নিশ্চয়ই প্ল্যান করবো। আমরাও তার (হাথুরুসিংহে) সম্পর্কে জানি। তিনিও জানেন। তো তিনি কি প্ল্যান করতে পারেন আমরা জানি। সূত্র:বিডি২৪লাইভ এমএ/০৪:০০/২৯ ডিসেম্বর



from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://ift.tt/2lh21cB
December 29, 2017 at 10:03PM
29 Dec 2017

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.

 
Top