লেহ, ২৯ ডিসেম্বরঃ ভারত-চিন সীমান্ত সংযোগস্থলে চিনা সেনার উপস্থিতি নিয়ে চিন্তিত ভারতীয় সেনা। লাদাখে লাইন অব অ্যাকচুয়াল কন্ট্রোলে নজরদারির জন্য ২ কুঁজ এবং ১ কুঁজবিশিষ্ট উটের ব্যবহার করবে বলে জানা গিয়েছে। পরিবহণ এবং নজরদারিতে কাজে লাগানোর জন্য রীতিমতো প্রশিক্ষণও দেওয়া হচ্ছে উটগুলিকে।
২ কুঁজ বিশিষ্ট উটগুলি ১৮০-২২০ কেজি পর্যন্ত মাল পরিবহে সক্ষম এবং ২ ঘন্টায় ১০-১৫ কিমি দৌড়তে পারে। ভারতে এই ২ কুঁজবিশিষ্ট উট দেখতে পাওয়া যায় শুধুমাত্র লাদাখে। এই পরীক্ষামূলক প্রজেক্ট সফল হলে এগুলিকে সামরিকক্ষেত্রে ব্যবহার করা শুরু হবে।
from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal http://ift.tt/2CgXsbT
December 29, 2017 at 11:35AM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন