ঢাকা, ০২ ডিসেম্বর- চলচ্চিত্রে অভিষেক হওয়ার শুরু থেকে প্রত্যেকটি কাজে সফলতা পেয়েছেন নুসরাত ইমরোজ তিশা। ২০০৯ সালে চলচ্চিত্রে অভিষেক হয় তার। বিকল্প ধারা এমনকি শাকিব খান, আরিফিন শুভর সাথে বাণিজ্যিক ছবিতেও সফল তিনি। চলতি বছরেই তার দুটি ছবি মুক্তি পেয়েছেন। নির্দ্বিধায় বলা যায় তিনি আবারো সফল। আন্তর্জাতিক অভিনেতা ইরফান খানের সাথে ডুব ছবিতে কাজ করেই এমনেই বেশ প্রশংসা ও খ্যাতি পেয়েছেন। এর মধ্যে গতকাল মুক্তি পেয়েছে বছরের সবচেয়ে আলোচিত ছবি হালদা। নদী ও নারীর মিশেলে এক অনবদ্য চরিত্রের রুপায়ন করেছেন তিশা। পরিচালক স্বামীর সাথে পায়ে পায়ে চলছেন তিশা। পুরষ্কার গ্রহন থেকে শুরু করে চলচ্চিত্র উৎসব সব জায়গাতেই এক সাথে চলছেন এই দম্পতী। এত ব্যস্ততার মাঝে কেমন চলছে এই তারকাদের সংসার? এই নিয়ে তিশা বলেন, এটাও ভালো চলছে। দুজনই আমরা ব্যস্ত মানুষ। তবে দুজনের ব্যস্ততা কিন্তু আবার একই বিষয় নিয়ে। এর বাইরেও আমরা পরিবারে সবার সঙ্গে সময় কাটাই। মোট কথা পরিবারে যা প্রয়োজন হয়, একটা সংসার যেভাবে এগিয়ে যায় আমাদেরটাও সেভাবে এগিয়ে যাচ্ছে। এদিকে পরপর দুটি ছবি দিয়েই আলোচনায় আছেন তিশা, এই প্রসঙ্গে তিনি বলেন, ডুব ছবিতে ইরফান খানের সঙ্গে অভিনয়ের অভিজ্ঞতা, আর এ ছবিতে হালদা নদী পাড়ের মানুষের এক দুর্বিষহ জীবনবোধের অভিজ্ঞতা। সব কিছু মিলিয়ে দারুণ এক অভিজ্ঞতার মধ্য দিয়েই বছরটা শেষ করছি। ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে তিশা বলেন, আমার চিন্তা-ভাবনা অভিনয় নিয়ে। সেটি হোক চলচ্চিত্র কিংবা নাটক। আমি তো একজন অভিনেত্রী। অভিনয়ই করতে চাই। মাঝে মাঝে শুধু দেখানোর জায়গাটার পরিবর্তন হয়। কখনও বড় পর্দা কখনও আবার ছোট পর্দা। এমএ/০৩:২০/০২ ডিসেম্বর



from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://ift.tt/2AmeUdW
December 02, 2017 at 09:32PM
02 Dec 2017

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.

 
Top