শেষ পর্যায়ে চলে এসেছে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) পঞ্চম আসর। লিগ পর্ব শেষ। টুর্নামেন্টে আর মাত্র চারটি ম্যাচ বাকি। আগামী ১২ ডিসেম্বর অনুষ্ঠিত হবে ফাইনাল ম্যাচ। এই আসরে এখন পর্যন্ত ব্যাটিংয়ে এগিয়ে বিদেশিরা। কিন্তু বোলিংয়ে আধিপত্য করেছে বাংলাদেশি বোলাররা। লিগ পর্ব শেষে সেরা বোলারদের তালিকায় প্রথম দশজনের মধ্যে আটজনই বাংলাদেশি। ১৯টি উইকেট নিয়ে প্রথম অবস্থানে রয়েছেন ঢাকা ডায়নামাইটসের অধিনায়ক সাকিব আল হাসান। ১৮টি উইকেট নিয়ে দ্বিতীয় অবস্থানে রয়েছেন খুলনা টাইটান্সের তরুণ পেসার আবু জায়েদ রাহি। ১৫টি উইকেট নিয়ে তৃতীয় অবস্থানে রয়েছেন কুমিল্লা ভিক্টোরিয়ান্সের পেসার মোহাম্মদ সাইফউদ্দিন। ১৪টি উইকেট নিয়ে সেরা চতুর্থ অবস্থানে রয়েছেন ঢাকা ডায়নামাইটসের পেসার আবু হায়দার রনি। ১৪টি উইকেট নিয়ে পঞ্চম অবস্থানে রয়েছেন চিটাগং ভাইকিংসের পেসার তাসকিন আহমেদ। ১৩টি উইকেট নিয়ে ষষ্ঠ অবস্থানে আছেন রংপুর রাইডার্স দলের অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা। লিগ পর্ব শেষে বোলিংয়ে সেরা দশ ১. সাকিব আল হাসান (ঢাকা ডায়নামাইটস)-১৯টি উইকেট ২. আবু জায়েদ রাহি (খুলনা টাইটান্স)-১৮টি উইকেট ৩. মোহাম্মদ সাইফউদ্দিন (কুমিল্লা ভিক্টোরিয়ান্স)-১৫টি উইকেট ৪. আবু হায়দার রনি (ঢাকা ডায়নামাইটস)-১৪টি উইকেট ৫. তাসকিন আহমেদ (চিটাগং ভাইকিংস)-১৪টি উইকেট ৬. মাশরাফি বিন মুর্তজা (রংপুর রাইডার্স)-১৩টি উইকেট ৭. শহীদ আফ্রিদি (ঢাকা ডায়নামাইটস)-১২টি উইকেট ৮. হাসান আলী (কুমিল্লা ভিক্টোরিয়ান্স)-১২টি উইকেট ৯. নাসির হোসেন (সিলেট সিক্সার্স)-১২টি উইকেট ১০. শফিউল ইসলাম (খুলনা টাইটান্স)-১২টি উইকেট এফ/২৩:৪০/০৭ ডিসেম্বর
from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://ift.tt/2ADOz9c
December 08, 2017 at 05:47AM
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন