আইজল, ১৬ ডিসেম্বরঃ আজ উত্তর-পূর্ব ভারতের ২ রাজ্য মেঘালয় ও মিজোরামে যাচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। কংগ্রেস শাসিত এই ২ রাজ্যে আগামী বছর হবে বিধানসভা নির্বাচন। তাই সময় থাকতেই উন্নয়নকে হাতিয়ার করে এই ২ রাজ্যের বাসিন্দাদের মন জয়ে নেমেছে শাসক দল। রাজনৈতিক বিশেষজ্ঞদের মতে এদিন থেকেই নির্বাচনী প্রচার শুরু করে দিলেন মোদি।
এদিন উন্নয়নের ঝুড়ি সাজিয়ে এই ২ রাজ্যে পা রাখতে চলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এই ২ রাজ্যে একাধিক উন্নয়নমূলক প্রকল্পের সূচনা ও উদ্বোধন করবেন তিনি। তার মধ্যে উল্লেখযোগ্য হল মিজোরামে ৬০ মেগাওয়াটের হাইড্রোইলেকট্রিক পাওয়ার প্রজেক্টের উদ্বোধন। আর মেঘালয়ে সড়ক প্রকল্পের সূচনা করবেন মোদি।
from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal http://ift.tt/2yIpRBY
December 16, 2017 at 01:28PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন