সুরমা টাইমস ডেস্ক ঃঃআগামী ২৩ ডিসেম্বর শনিবার সকাল ৮ টা থেকে বিকেল ৪ টা পর্যন্ত সারাদেশে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন (প্রথম রাউন্ড) পালন করা হবে।
বুধবার (২০ ডিসেম্বর) এক তথ্য বিবরণীতে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, এদিন ৬ থেকে ১১ মাস বয়সী শিশুদের একটি নীল রঙের এবং ১২ থেকে ১৫ মাস বয়সী শিশুদের একটি লাল রঙের উচ্চক্ষমতা সম্পন্ন ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে।
স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের অধীন জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠান ১৯৭৩ সাল থেকে জাতীয়ভাবে শিশুদের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানোর কার্যক্রম পরিচালনা করে আসছে।
জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন কে সর্বাত্মকভাবে সফল করার লক্ষ্যে প্রয়োজনীয় কর্মসূচি গ্রহণ করা হয়েছে বলে তথ্য বিবরণীতে উল্লেখ করা হয়।
খবর : বাসস।
from Sylhet News | সুরমা টাইমস http://ift.tt/2CLMZ50
December 20, 2017 at 11:26PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন