প্রাথমিকে এবার পাসের হার ৯৫.১৮, ইবতেদায়িতে ৯২.৯৪

সুুরমা টাইমস ডেস্ক:: প্রাথমিক শিক্ষা সমাপনী ও ইবতেদায়ি শিক্ষা সমাপনী পরীক্ষার ফলাফল আজ শনিবার (৩০শে ডিসেম্বর) প্রকাশিত হয়েছে। এ বছর প্রাথমিক সমাপনী পরীক্ষায় পাসের হার ৯৫.১৮ শতাংশ, আর ইবতেদায়িতে পাসের হার ৯২.৯৪ শতাংশ।

প্রাথমিকে সাত বিভাগের মধ্যে পাসের হার বিবেচনায় শীর্ষে বরিশাল। এ বিভাগের ৯৬ দশমিক ২২ শতাংশ শিক্ষার্থী পাস করেছে। আর ৯১ দশমিক ৪৬ শতাংশ পাসের হারে সর্বনিন্ম অবস্থানে সিলেট বিভাগ।

এদিকে, জেলা বিবেচনায় প্রথম হয়েছে গোপালগঞ্জ, এ জেলার ৯৯ দশমিক ৩৯ শতাংশ শিক্ষার্থীই পাস করেছে। ৬৪ জেলার মধ্যে ৮৭ দশমিক ৮৮ শতাংশ শিক্ষার্থী পাস করায় ঝালকাঠি এবং ৫০৮ উপজেলার মধ্যে ৭১ দশমিক ২০ শতাংশ শিক্ষার্থী পাস করায় যশোর জেলার কেশবপুর উপজেলা রয়েছে সবার নিচে।

এর আগে আজ শনিবার (৩০শে ডিসেম্বর) বেলা পৌনে ১১টায় গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতে এ ফলাফল তুলে দেন প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী মোস্তাফিজুর রহমান। দুপুরে সংবাদ সম্মেলনের পর ফলাফলের বিস্তারিত জানা যাবে।

পরীক্ষার ফলাফল www.dpe.gov.bd এবং http://ift.tt/2q2HUDE থেকে পাওয়া যাবে।

এছাড়াও যেকোনো মোবাইল থেকে DPE লিখে স্পেস দিয়ে শিক্ষার্থীর আইডি লিখে স্পেস দিয়ে বর্ষ লিখে ফল পাওয়া যাবে। আর ইবতেদায়ির ফলাফলের জন্য EBT স্পেস শিক্ষার্থীর আইডি নম্বর লিখে স্পেস দিয়ে বর্ষ লিখে ১৬২২২ নম্বরে এসএমএস করলে ফল আসবে।



from Sylhet News | সুরমা টাইমস http://ift.tt/2EkOFnK

December 30, 2017 at 06:10PM
30 Dec 2017

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.

 
Top