কমলগঞ্জে গাছচোরের হামলায় ০১জন নিহত

নিজস্ব প্রতিনিধি:: সিলেটের মৌলভীবাজার জেলার কমলগঞ্জ উপজেলায় গাছ কাটতে বাধা দেওয়ায় গাছচোরের হামলায় এক ব্যক্তি নিহত হয়েছেন। নিহত ব্যক্তির নাম সুরুজ আলী (৪৫)।

গতকাল শুক্রবার (৮ই ডিসেম্বর) বিকেল ৫টার দিকে উপজেলার আদমপুর বিট অফিসের কাছে এ ঘটনা ঘটে। নিহত সুরুজ আলী আদমপুর এলাকার লাল মিয়ার ছেলে।

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন কমলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বদরুল আলম।

তিনি জানান- সুরুজ মিয়ার বাগান থেকে দুর্বৃত্তরা গাছ কেটে নিচ্ছিল এমন খবর পেয়ে তিনি বাধা দিতে যান। এসময় দুর্বৃত্তরা তার ওপর হামলা চালিয়ে বুকের বাম পাশে আঘাত করে পালিয়ে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

মৃতদেহটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রাখা হয়েছে। আজ শনিবার (০৯ই ডিসেম্বর) সকালে ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে বলে জানান তিনি।



from Sylhet News | সুরমা টাইমস http://ift.tt/2yTEUfp

December 09, 2017 at 09:16PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top