সেনসেক্স ছাড়াল ৩৪,০০০, নতুন উচ্চতায় নিফটিও

মুম্বই, ২৬ ডিসেম্বরঃ এই প্রথম ৩৪ হাজারের গন্ডি টপকাল সেনসেক্স। একইভাবে রেকর্ড গড়েছে নিফটিও। নতুন বছরের শেষে রেকর্ড গড়ল শেয়ার মার্কেট।

বাজার খোলার পর আজ ৩৪ হাজারের গন্ডি টপকে ৩৪,০০৫.৩৭-তে পৌঁছায় সেনসেক্স। পাশাপাশি পাল্লা দিয়ে উপরে উঠে নিফটি পৌঁছায় ১০,৫১৫ পয়েন্টে। বিনিয়োগকারীদের ভরসা থাকায় শেয়ার স্টক কেনায় আগ্রহ দেখা যায়। সেজন্যই শেয়ার সূচক তরতরিয়ে উপরে উঠছে বলে মনে করছেন বাজার বিশেষজ্ঞরা। উল্লেখ্য, গত কয়েকদিন ধরেই ৩৪ হাজারের কাছাকাছি ছিল সেনসেক্স।



from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal http://ift.tt/2BT7v7A

December 26, 2017 at 02:53PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top