সুখী দাম্পত্যের ‘টিপস’ চাইলেন কোহলি

সুরমা টাইমস ডেস্ক:: সময়ের সবচেয় আলোচিত জুটি বিরাট কোহলি-আনুশকা শর্মার বিয়ের পর শুভাকাঙ্খীদের শুভেচ্ছার জোয়ার এখনও বয়ে যাচ্ছে। ক্রিকেট মাঠে বহু বার ভারত অধিনায়ক কোহলি কোহালির থেকে টিপস নিতে দেখা গেছে আজিঙ্কা রাহানেকে।
রাহানের খারাপ সময়েও তার পাশে দাঁড়িয়েছেন কোহালি। এবার উল্টো আজিঙ্কা রাহানের কাছেই ‘টিপস’ চেয়ে বসলেন ভারত অধিনায়ক!

বহু জল্পনার অবসান ঘটিয়ে গত ১১ই ডিসেম্বর ইতালির তাস্কানিতে বিয়ে করেছেন কোহালি এবং আনুশকা। আর বিয়ের পরেই একের পর এক শুভেচ্ছাবার্তা আসতে থাকে দুজনের জন্য। রাহানের এমন একটি শুভেচ্ছা বার্তাতেই টিপস চাইলেন কোহরি। টিপসের বিষয়বস্তু কিন্তু আবার ক্রিকেট সংশ্লিষ্ট ব্যাপারে নয়। কোহলি টিপস চাইলেন নতুন জীবন নিয়ে!

২০১৪ সালে ছোটবেলার বন্ধু রাধিতা ধোপভকরকে বিয়ে করেন আজিঙ্কা রাহানে। এবার বিবাহিতের দলে যোগ দেওয়া এই তারকা জুটিকে শুভেচ্ছা জানিয়ে আজিঙ্কা রাহানে লিখেছিলেন, ‘অভিনন্দন বিরাট কোহলি এবং আনুশকা শর্মা! নতুন সফরের শুভেচ্ছা রইল তোমাদের দুজনকে। অধিনায়ক, বিবাহিত ক্লাবে তোমাকে স্বাগতম। ‘

এই টুইটের জবাবে স্মাইলি দিয়ে কোহলি লেখেন, ‘ধন্যবাদ জিনক্স।
তোমার থেকে কিছু টিপস নেওয়ার জন্য অপেক্ষা করছি। ‘



from Sylhet News | সুরমা টাইমস http://ift.tt/2yEE6I1

December 15, 2017 at 11:43PM
16 Dec 2017

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.

 
Top