আগুনে ছাই চা শ্রমিকের বাড়ি

ময়নাগুড়ি, ২১ ডিসেম্বরঃ  অগ্নিকাণ্ডের ঘটনায় পুড়ে ছাই হয়ে গেলো একটি বাড়ির চারটি ঘর। বৃহস্পতিবার ভোরে ঘটনাটি ঘটেছে ময়নাগুড়ি ব্লকের রামশাই নেপাল মোড় এলাকায় । এলাকার বাসিন্দা পেশায় চা বাগানের অস্থায়ী শ্রমিক শুক্রা ওঁরাওয়ের বাড়িতেআগুন লাগে। আগুনে পুড়ে গিয়েছে বাড়িতে মজুত করা প্রচুর ধান, মূল্যবান কাঠ সহ বাড়ির যাবতীয় সামগ্রী।  কিভাবে আগুন লাগলো তা পরিস্কার নয়। আগুন লাগার পর স্থানীয় বাসিন্দারাই প্রথম আগুন নেভানোর কাজে হাত লাগায়। পরে খবর দেওয়া হয় ময়নাগুড়ি দমকল কেন্দ্রে। ময়নাগুড়ি দমকলল কেন্দ্র থেকে একটি ইঞ্জিন গিয়ে আগুন পুরোপুরি নিয়ন্ত্রনে আনে। জানা গিয়েছে, এদিন ভোরে আগুন লাগার সময় বাড়ির প্রত্যেকেই ঘুমোচ্ছিলেন।  শুক্রার  স্ত্রী সাবিত্রী প্রথম আগুন লাগার বিষয়টি বুঝতে পারেন। সঙ্গে সঙ্গে তিনি বাড়ির সকল সদস্যকে ঘুম থেকে ওঠান। তাঁদের চিৎকারে গ্রামবাসীরা ছুটে আসেন। ততক্ষনে বাড়ির দুটি শোবার ঘর, একটি ঠাকুর ঘর এবং গোয়ালঘরে আগুন ছড়িয়ে গিয়েছে। গোটা বাড়িতে দাউদাউ করে জ্বলতে থাকে আগুন। এলাকার বাসিন্দারা প্রাণের ঝুঁকি নিয়ে কোনোক্রমে দুটি গরুকে গোয়াল থেকে বের কোরে আনেন।  শুক্রা জানান, আগুন লাগায় তিনি সর্বস্ব হারালেন।  বাড়িতে মজুত রাখা প্রায় ৮ মন ধান এবং প্রচুর শাল, সেগুন কাঠ পুড়ে গিয়েছে। ময়নাগুড়ি কেন্দ্র সুত্রে জানানো হয়েছে, আগুন লাগার কারন স্পষ্ট নয়। খবর পাওয়া মাত্রই দমকলের ইঞ্জিন ঘটনাস্থলে পৌছে আগুন নিয়ন্ত্রনে আনে।

সংবাদদাতাঃ অভিরূপ দে



from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal http://ift.tt/2BVnNMD

December 21, 2017 at 11:44AM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top