এনআরবি ব্যাংকের এমডি অপসারিত

সুরমা টাইমস ডেস্ক ::
এবার এনআরবি কমার্শিয়াল ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক দেওয়ান মুজিবর রহমানকে অপসারণ করেছেন কেন্দ্রীয় ব্যাংক। অনিয়ম ও দুর্নীতির ১০টি অভিযোগের প্রমাণ পাওয়ায় আজ বুধবার তাকে অপসারণ করা হয়েছে। একই সঙ্গে আগামী ২ বছর কোনো ধরনের ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠানে তার যোগ দেওয়ার ওপরও নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর ফজলে কবিরের এই নির্দেশ আজ সকালে এনআরবি কমার্শিয়াল ব্যাংকে পাঠিয়ে দেওয়া হয়েছে বলে বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র শুভঙ্কর সাহা জানিয়েছেন।
শুভঙ্কর সাহা বলেন, দেওয়ান মুজিবর রহমানের বিরুদ্ধে অভিযোগ পাওয়ার পর কেন্দ্রীয় ব্যাংক তদন্ত করেছিল। তদন্তে দেখা গেছে, অনেক বোর্ড সভায় পরিচালকদের অনুপস্থিতি সত্ত্বেও বিধি বহির্ভূতভাবে ঋণ অনুমোদন করা হয়েছে। তিনি জানান, সব মিলিয়ে ১০টি গুরুতর অভিযোগের বিষয়ে নিশ্চিত হওয়ার পরই কেন্দ্রীয় ব্যাংক এনআরবি কমার্শিয়ালের এমডিকে অপসারেণের এই নির্দেশ দিয়েছে।



from Sylhet News | সুরমা টাইমস http://ift.tt/2iwJUh6

December 06, 2017 at 08:50PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top