আবুধাবি, ১৭ ডিসেম্বর- ম্যাচে নামার আগেই রেকর্ডের সামনে ছিল রিয়াল মাদ্রিদ। এ টুর্নামেন্টে সবচেয়ে বেশি ট্রফির রেকর্ড ছিল বার্সেলোনার। গতকাল রাতে সেই বার্সার ঘাড়ে নিশ্বাস ফেললো রিয়াল। কিন্তু অন্যদিক দিয়ে বার্সাকে ছাড়িয়ে যায় রিয়াল। টানা দুটি ক্লাব বিশ্বকাপের ফাইনালে চ্যাম্পিয়ন হল তারা। ২০০০ সালে টুর্নামেন্ট চালু হওয়ার পর কোনো দলই ব্যাক-টু-ব্যাক শিরোপা জিততে পারেনি। এর আগে স্প্যানিশ লা লিগা, স্প্যানিশ সুপার কাপ, উয়েফা চ্যাম্পিয়নস লিগ এবং উয়েফা সুপার কাপের মুকুট জিতেছে রিয়াল। ক্লাবটির ইতিহাসে এটিই এক বছরে সেরা সাফল্য। ২০১৬ সালের জানুয়ারিতে দায়িত্ব নেয়া জিদানের অধীনে সব মিলিয়ে রিয়ালের এটা অষ্টম শিরোপা। জিতলেই দক্ষিণ আমেরিকার প্রথম ক্লাব হিসেবে ইউরোপের কোনো ক্লাবকে হারিয়ে ক্লাব বিশ্বকাপের শিরোপা জেতার গৌরব অর্জন করত গ্রেমিও। অন্যদিকে ফিফা ক্লাব বিশ্বকাপের ফাইনালে গতবার জাপানের দল কাশিমা অ্যান্টলার্সকে হারিয়ে শিরোপা জিতেছিল রিয়াল। এ শিরোপা ধরে রাখলে তারা বার্সার সমান তিন বার চ্যাম্পিয়ন হবার গৌরব অর্জন করবে। পাশাপাশি টানা দুইবার চ্যাম্পিয়ন হওয়ার রেকর্ড গড়বে। এমন পরিসংখ্যান নিয়ে শনিবার রাতে আবুধাবির জায়েদ স্পোর্টস সিটি স্টেডিয়ামে শিরোপা ধরে রাখার মিশনে গ্রেমিওর মুখোমুখি হয় রিয়াল মাদ্রিদ। ম্যাচের অধিকাংশ সময় বল দখলে রাখলেও ব্রাজিলিয়ান ক্লাবটির বিপক্ষে গোল পেতে বেশ ঘাম ঝরাতে হয়েছে রিয়ালকে। গোলশূন্য প্রথমার্ধের পর দ্বিতীয়ার্ধে রোনালদোর ফ্রি কিক থেকে জয়সূচক গোলটি পায় রিয়াল। প্রথমার্ধের ২৩ মিনিটে এগিয়ে যাওয়ার সুযোগ পেয়েছিল রিয়াল মাদ্রিদ। তবে লুকা মদ্রিচের ক্রস ধরে দানি কারভাহালের সেই শট কর্নারের বিনিময়ে ফেরান গ্রেমিওর গোলরক্ষক। বিশ্রাম শেষ দুটি সুযোগ পেলেও কাজে লাগাতে পারেননি রোনালদো। তবে ম্যাচের ৫৩ মিনিটে কাঙ্ক্ষিত গোলের দেখা পায় রিয়াল। প্রতিপক্ষের ডি বক্সের সামান্য দূরে ফাউলের শিকার হন রোনালদো। আর তাতে ফ্রি-কিক পায় রিয়াল। আর এ ফ্রি কিক থেকে দুর্দান্ত এক গোলে দলকে এগিয়ে দেন পর্তুগিজ সুপারস্টার রোনালদো। বাকি সময়ে কোনো দল গোল না পাওয়ায় ১-০ ব্যবধানে জয় নিয়ে মাঠ ছাড়ে রিয়াল। এই গোলের মধ্য দিয়ে ক্লাব বিশ্বকাপে অনন্য রেকর্ড গড়েন টুর্নামেন্টের ইতিহাসের সর্বোচ্চ গোলদাতা (৭ গোল) রোনালদো। একমাত্র খেলোয়াড় হিসেবে টানা দুটি ফাইনালে গোল করার কীর্তি গড়েন তিনি। গত মৌসুমেও রিয়াল মাদ্রিদের হয়ে ফাইনালে গোল করেছিলেন সিআর সেভেন। ক্লাব বিশ্বকাপের তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে মেক্সিকোর ক্লাব পাচুকা ৪-১ গোলে আল জাজিরাকে হারিয়েছে। সূত্র:আরটিভি অনলাইন এমএ/১১:১০/১৭ ডিসেম্বর



from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://ift.tt/2k4Ws07
December 17, 2017 at 05:21PM
17 Dec 2017

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.

 
Top