শিবগঞ্জে ইসলামী ব্যাংকের এজেন্ট ব্যাংকিং কার্যক্রমের উদ্বোধন

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার বিনোদপুর বাজারে ইসলামী ব্যাংকের এজেন্ট ব্যাংকিং কেন্দ্র কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। শনিবার বিকেলে এজেন্ট ব্যাংকিং বিনোদপুর বাজার কেন্দ্রের উদ্বোধন করেন শিবগঞ্জ পৌরসভার মেয়র কারীবুল হক রাজিন।
ইসলামী ব্যাংক রাজশাহী জোনের ইভিপি ও জোন প্রধান কাউসার-উল-আলমের সভপতিত্বে বক্তব্য রাখেন, ব্যাংকের প্রধান কার্যালয়ের ইভিপি ও হেড অব ডিভিশন এজেন্ট ব্যাংকিং মাহবুব আলম। এ সময় উপস্থিত ছিলেন, ইসলামী ব্যাংকের রাজশাহী জোনের এসভিপি পেয়ার আহম্মেদ, প্রধান কার্যালয় ঢাকার ভিপি, আইসিটি মোশাররফ হোসেন ও শিবগঞ্জ শাখা প্রধান ও এভিপি আফজাল হোসেন, প্রভাষক ইকবাল আলী, স্থানীয় কাজীসহ স্থানীয় ব্যবসায়ী ও গ্রাহকগণ।
বক্তারা বলেন- উপজেলার অর্ন্তগত বিনোদপুর ইউনিয়নে ইসলামী ব্যাংকিং শাখা চালু হওয়াই এই প্রত্যন্ত অঞ্চলের মানুষগুলোর অনেক ভোগান্তি ও কষ্ট লাঘব হবে। ইসলামী ব্যাংকিং এজেন্ট বিনোদপুর শাখার কর্মরত অফিসারদের উদ্দেশ্যে বলেন- মানব সেবার মাধ্যমে এই অঞ্চলের মানুষদের পাশে দ্বারাতে হবে এবং জনগণ যেন কোন প্রকার ভোগান্তি বা হয়রানি হতে না হয় সেইদিকে দৃষ্টি রাখতে হবে।

চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক, শিবগঞ্জ/ ২৪-১২-১৭


from Chapainawabganjnews http://ift.tt/2ptPIhJ

December 24, 2017 at 08:04PM
25 Dec 2017

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.

 
Top