বিশ্বনাথে নতুন বাজার থেকে ৪ পেশাদার অস্ত্র ব্যাবসায়ী গ্রেফতার


সুরমা টাইমস ডেস্ক:: বিশ্বনাথের নতুন বাজার থেকে ৪ পেশাদার অস্ত্র ব্যাবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব-৯।

বৃহস্পতিবার সন্ধ্যায় সদর কোম্পানির একটি দল অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে।

অস্ত্র ব্যাবসায়ীরা হলেন, বিশ্বনাথের জানাইয়াত গ্রামের আব্দুল হকের পুত্র ইসমাইল হোসেন (২৮), মুফতির গাঁও’র মৃত সোনা মিয়ার ছেলে মো. আব্দুস সামাদ (২৪), মিরেরচরের আব্দুল মতলিবের ছেলে মো. ফরহাদ আলী (২২), ছালামপুর গ্রামের মৃত আব্দুর রাজ্জাকের পুত্র মো. শফিকুর রহমান (২৫)।

এ সময় তাদের কাছ থেকে বিদেশী পিস্তল, ৬টি মোবাইল ফোন, ৪টি সিমকার্ড, ১টি হাতঘড়িও জব্দ করা হয়।

এই ৪জন ভারতীয় সীমান্তবর্তী এলাকা থেকে চোরাচালানের মাধ্যমে দেশে অস্ত্র নিয়ে আসে, সন্ত্রাসী কর্মকান্ড পরিচালনা করে এবং অস্ত্র ভাড়া দিয়ে থাকে বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে বলে জানিয়েছেন র‌্যাব-৯ এর সিনিয়র সহকারি পরিচালক (মিডিয়া) অতিরিক্ত পুলিশ সুপার মো. মনিরুজ্জামান।

আসামীদের বিশ্বনাথ থানায় হস্তান্তর করা হয়েছে।

অভিযানের নেতৃত্বে ছিলেন মেজর মোহাম্মদ জামসেদুর রহমান ও সিনিয়র এএসপি মাঈন উদ্দিন চৌধুরী।



from Sylhet News | সুরমা টাইমস http://ift.tt/2Cqo1Zt

December 15, 2017 at 02:15PM
15 Dec 2017

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.

 
Top