দুবাই সুপার সিরিজের ফাইনালে সিন্ধু

দুবাই, ১৭ ডিসেম্বরঃ চিনা প্রতিপক্ষকে উড়িয়ে দুবাই সুপার সিরিজের ফাইনালে উঠলেন পি ভি সিন্ধু। শনিবার মহিলা সিঙ্গলসের সেমিফাইনালে চিনের চেন ইউফিকে স্ট্রেট গেমে ২১-১৫, ২১-১৮-তে হারিয়ে ফাইনালে পৌঁছন সিন্ধু। অষ্টম বাছাই চিনা প্রতিদ্বন্দ্বীকে ১ ঘন্টার কম ব্যবধানে উড়িয়ে দিয়ে খেতাবের লড়াইয়ে পৌঁছন সিন্ধু।

ফাইনালে বিশ্বের ৩ নম্বর সিন্ধু খেলবেন ২ নম্বরে থাকা জাপানি খেলোয়াড় ইয়ামাগুচি। যাকে শুক্রবার গ্রুপ পর্বে মাত্র ৩৬ মিনিটে উড়িয়ে দিয়ে সেমিফাইনালে পৌঁছে ছিলেন সিন্ধু।



from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal http://ift.tt/2AY4diV

December 17, 2017 at 02:02PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top