ঢাকা, ২২ ডিসেম্বর- দেশের ফুটবল ইতিহাসের সর্বনিন্ম র্যাঙ্কিং ১৯৭তে অবস্থান করছে বাংলাদেশ। বাংলাদেশ গত বছরের অক্টোবর থেকে কোনো আন্তর্জাতিক ফুটবল খেলছে না। আর তিন বছর এভাবে চললে ফিফার র্যাঙ্কিং টেবিল থেকেই বাদ পড়তে হবে! জানুয়ারিতে ১৯০ নম্বরে ছিল বাংলাদেশ। গত বছরের এশিয়ান কাপের প্লে-অফে ভুটানের কাছে হারের পর থেকে আন্তর্জাতিক ফুটবলে অনুপস্থিত মামুনুলরা। সেই অক্টোবরে র্যাঙ্কিং ছিল ১৯৬। আরও পড়ুন:রিয়ালকে বিদায় করে ইতিহাস গড়তে চান নেইমার এশিয়ার দেশগুলোর মধ্যে বাংলাদেশের নিচে আছে শুধু শ্রীলঙ্কা (২০০) ও পাকিস্তান (২০১)। ফিফা র্যাঙ্কিংয়ে সবার উপরে বিশ্ব চ্যাম্পিয়ন জার্মানি। টিম অব দ্য ইয়ারও নির্বাচিত হয়েছে তারা। চারবারের বিশ্ব চ্যাম্পিয়নদের ঠিক পরেই অবস্থান পাঁচবারের চ্যাম্পিয়ন ব্রাজিলের। ইউরো চ্যাম্পিয়ন ক্রিস্টিয়ানো রোনালদোর পর্তুগাল তিনে। শীর্ষ পাঁচের অন্য দুটি দল আর্জেন্টিনা ও বেলজিয়াম। এমএ/১০:৩০/২২ ডিসেম্বর
from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://ift.tt/2DBLLuv
December 23, 2017 at 04:40AM
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন