প্রতিবছরই বলিউড নিয়ে কোনও না কোনও গসিপ, গুজব সংবাদমাধ্যমে ছড়িয়ে পড়ে। তা নিয়ে সারা দেশ ব্যতিব্যস্ত হয়ে ওঠে। তা নিয়ে আলোচনা হয়, তর্ক হয়, কেলেঙ্কারি হয়। হৃত্বিক রোশন- কঙ্গনা রানাউতের সম্পর্ক নিয়ে যেমন সারাবছর বলিউড সরগরম থেকেছে। সেরকমই বেশ কিছু ঘটনা যা গুজব অথচ যখন ছড়িয়েছে তখন দাবালনের মতো ছড়িয়ে পড়েছে। সত্যাসত্য বিচার করার আগেই মানুষ তা বিশ্বাস করেছেন। ২০১৭ সালে এমনই কিছু বলিউডি গুজব সম্পর্কে এবার জেনে নেওয়া যাক। শাহরুখ খানের ছেলে নয় আব্রাম গুজব ছড়ায় শাহরুখ খানের তৃতীয় সন্তান আব্রামকে নিয়ে। ছোট্ট আব্রাম বাবার মতো দেখতে হলেও খবর রটেছিল কিং খানের বড় ছেলে আরিয়ান খান ও এক রোমানিয়ান মেয়ের প্রেমের পরিণতি এই আব্রাম। তবে টেড টকে সেই গুজবকে উড়িয়ে শাহরুখ জানান, আব্রাম তাঁরই সন্তান। আরিয়ানের তখন বয়স ছিল মাত্র ১৫ বছর। যা রটেছে তা পুরোটাই গুজব। দীপিকা-রণবীরের বিয়ে ২০১৭ সালের শুরুতেই রটে যায় রণবীরের সঙ্গে দীপিকার এনগেজমেন্টের কথা। সেসময়ে দুই পরিবার একত্রে দেখা করেছিল। তারপর কথা রটে দুজনে বিয়ে করতে চলেছেন। পরে রণবীর এক ইন্টারভিউয়ে জানান, দীপিকা স্ত্রী হিসাবে আদর্শ। যদিও এর কোনওটাই এখনও হয়নি। নার্গিস ফকরি ঘুরছেন উদয় চোপড়ার সঙ্গে অভিনেত্রী নার্গিস ফকরিকে দেখা গিয়েছে উদয় চোপড়ার সঙ্গে। এই খবরে কিছুদিন আগে উত্তাল হয় বিনোদন জগত। উদয় চোপড়ার জুহু বাংলোয় নাকি গিয়ে থাকছেন নার্গিস ফকরি। এমনও শোনা গিয়েছিল, দুজনে বিয়ে করতে চলেছেন। তবে পরে দেখা গিয়েছে পুরোটাই বোগাস। সলমন য়ুলিয়া বিয়ে সলমন খানের সঙ্গে রোমানিয়ান সুন্দরী য়ুলিয়ার যবে থেকে সম্পর্ক তবে থেকেই বিয়ের কথা রটে রয়েছে। ২০১৬ সালেও সেটা ছিল, ২০১৭ সালেও রয়েছে। আগামী ২০১৮ সালেও থাকবে। সলমন বরাবরই জানিয়েছেন, যবে তিনি বিয়ে করবেন বা সম্পর্ক তৈরি করবেন তা সকলকে জানিয়েই করবেন। তবে কে শোনে কার কথা। সলমনকে নিয়ে আলোচনাই থামে না। আমির-ফতিমার প্রেম দঙ্গলে ফতিমা সানা শেখকে সুযোগ দিয়েছেন আমির খান। পরে দুজনের প্রেমের সম্পর্ক গড়ে উঠেছে বলে গুজব ছড়ায়। এমনকী বলা হয়, পুরো ঘটনা নিয়ে কিরণ রাও-ও ভীষণ বিরক্ত। তবে ঘটনা হল, আর একটি সিনেমায় দুজনে কাজ করছেন। আর সেজন্যই ফের একবার দুজনকে একসঙ্গে দেখা যাচ্ছে। আলিয়া-সিদ্ধার্থের সিনেমা নব্বইয়ের দশকের হিট সিনেমা সড়ক-এর সিকোয়েলে অভিনয় করতে পারেন সিদ্ধার্থ-আলিয়া জুটি। আসল সিনেমায় অভিনয় করেছিলেন সঞ্জয় দত্ত ও পূজা ভাট। সেই রোমান্সকেই আলিয়া ও সিদ্ধার্থ পর্দায় ফুটিয়ে তুলতে পারবেন বলে ভাবা হয়েছিল। তবে তা নিয়ে যতটা গল্প হয়েছিল, সিনেমাটি আদৌও হবে কিনা তা স্পষ্ট নয়। দিলীপ কুমারের মৃত্যু বলিউডের অন্যতম সেরা অভিনেতা নবতিপর দিলীপ কুমার প্রয়াত হয়েছেন বলে খবর রটেছিল। তবে তিনি বেশ কিছুদিন হাসপাতালে কাটিয়ে ফিরে এসেছেন। তিনি আপাতত সুস্থই রয়েছেন। কয়েকদিন আগে জন্মদিনও কাটালেন। সূত্র: Oneindia এফ/১১:৫২/১৬ডিসেম্বর



from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://ift.tt/2ClYmQM
December 16, 2017 at 05:55PM
16 Dec 2017

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.

 
Top