সুরমা টাইমস ডেস্ক :: ফেঞ্চুগঞ্জ বিদ্যুৎ উপকেন্দ্রে (ওয়াপদা) সৃষ্ট আগুন নিয়ন্ত্রণে এসেওেছ। দীর্ঘ আড়াই ঘন্টার চেষ্টায় সিলেট থেকে দমকল বাহিনীর সদস্যরা গিয়ে সোমবার বেলা ২ টার দিকে আগুন নিয়ন্ত্রণে এনেছেন। এর আগে সোমবার সকাল সাড়ে ১০টার দিকে পূর্ব কচুয়াবহর এলাকার ১৩০/১৩২কেবি পাওয়ার ট্রান্সমিটার কেন্দ্রে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে।
ফেঞ্চুগঞ্জ বিদ্যুৎ উপকেন্দ্রের ইনচার্জ নিক্সন চন্দ্র দাস জানান, সকালে পাওয়ার ট্রান্সমিটারে ধোঁয়ার কুন্ডলী দেখে কর্তৃপক্ষকে জানান। পরে ফেঞ্চুগঞ্জ ফায়ার স্টেশন, সার কারখানা ফার স্টেশন দীর্ঘ সময় চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনতে না পারায় সিলেট ফায়ার স্টেশন থেকে দমকল কর্মীরা এসে আড়াই ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন।
নিক্সন দাস জানান, তিনি অনুমান করছেন যান্ত্রিকত্রুটির কারণে এ আগুনের ঘটনা ঘটেছে। বিস্তারিত তদন্তের মাধ্যমে জানা যাবে। আগুনে কতটুকু ক্ষয়ক্ষতি হয়েছে তার পরিমাণ এখনও জানা যায়নি। নিরাপত্তার জন্য এখনও ফায়ার সার্ভিসের সদস্যরা ও ফেঞ্চুগঞ্জ থানা পুলিশ এলাকায় (পুর্ব কচুয়াবহর) অবস্থান করছেন। এবং জন সাধারণের চলাচল নিয়ন্ত্রণ করছে।
from Sylhet News | সুরমা টাইমস http://ift.tt/2jqU5rM
December 11, 2017 at 03:47PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন