বিশ্বনাথে তিন বিএনপি নেতার পদত্যাগ

103673বিশ্বনাথ প্রতিনিধি  :: ‘নিখোঁজ’ বিএনপি নেতা এম. ইলিয়াস আলীর নিজ ইউনিয়ন সিলেটের বিশ্বনাথ উপজেলার অলংকারী ইউনিয়নে এবারে দেখা দিয়েছে ভাঙ্গনের সুর। একই সাথে সোমবার রাতে উপজেলা বিএনপির সভাপতির কাছে পদত্যাগপত্র জমা দিয়েছেন অলংকারী ইউনিয়ন বিএনপির সভাপতি জাহিদ হোসেন বজলু, সাধারণ সম্পাদক আলতাব আলী মেম্বার ও সাংগঠনিক সম্পাদক মোজাহিদ আলী।
উপজেলা বিএনপি দুটি গ্রুপে বিভক্ত হয়ে দলীয় কর্মকান্ড পরিচালনার পাশাপাশি এবার ইলিয়াস আলীর নিজ হাতে গড়া নিজের (ইলিয়াস) ইউনিয়নের বিএনপির ৩ শীর্ষ নেতার এভাবে পদত্যাগ করাটা দুঃখজনক বলে মনে করছেন তৃণমূল বিএনপির নেতৃবৃন্দ। জাতীয় সংসদ নির্বাচনের অন্তিম সময়ে বিএনপিতে এমন ভাঙ্গন নির্বাচনী ফলাফলেও প্রভাব ফেলতে পারে বলে ধারণা তৃণমূল বিএনপির।
উপজেলা বিএনপির সভাপতি জালাল উদ্দিনের কাছে পদত্যাগপত্র জমা করার সত্যতা স্বীকার করলেও কি কারণে পদত্যাগপত্র জমা দিয়েছেন তা স্পষ্ট করেননি বিএনপির ওই ৩ নেতা ।
মোবাইলে পদত্যাগের কারণ জানতে চাইলে অলংকারী ইউনিয়ন বিএনপির সভাপতি জাহিদ হোসেন বজলু সাংবাদিকদের জানান, সাধারণ সম্পাদক আলতাব আলী মেম্বারের সাথে যোগযোগ করার কথা। আলতাব আলী মেম্বারের সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, শারীরিক অসুস্থতার কারণে নিজে পদত্যাগ করেছেন। আর বাকী দু’জন কেন পদত্যাগ করেছেন বিষয়টি তিনি জানেন না।
এদিকে পদত্যাগপত্র পাওয়ার বিষয়টি অস্বীকার করেছেন বিশ্বনাথ উপজেলা বিএনপির সভাপতি জালালউদ্দিন চেয়ারম্যান।


from সিলেট – দ্যা গ্লোবাল নিউজ ২৪ http://ift.tt/2BjLqPo

December 19, 2017 at 07:24PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top