বর্নাঢ্য আয়োজনে পালিত হল হানাদার মুক্ত চুনারুঘাট দিবস


সুরমা টাইমস ডেস্ক :: বর্নাঢ্য আয়োজনে পালিত হল হানাদার মুক্ত চুনারুঘাট দিবস। দিন ব্যাপী অনুষ্টানের শুরু হয় বর্নাঢ্য রেলী মাধ্যমে। আলোচনা সভা ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্টানে উপজেলার বিভিন্ন শ্রেণি পেশার মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহন ছিল লক্ষণীয় পর্যায়ের। ১৯৭১সালের এই দিনে পাকিস্তানি রক্তচোষা হানাদার বাহিনী দের থেকে চুনারুঘাট তথা হবিগঞ্জ শত্রু মুক্ত হয়।

বীরমুক্তিযোদ্ধা এনামুল হক মোস্তাফা শহীদ অডিটরিয়াম থেকে জাতির বীর সন্তান মুক্তিযোদ্ধাদের নিয়ে আয়োজিত বর্নাঢ্য রেলীর উদ্ভোধন করেন উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান আবু তাহের। র‍্যালিটি শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে অডিটরিয়ামে আসলে উপজেলা মুক্তিযোদ্ধা ইউনিট সকলকে ফুল দিয়ে বিজয়ের দিনে বরণ করে নেন।

ইউ এন ও কাইজার মোঃ ফারাবীর সভাপতিত্তে রেলী উত্তর আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্হিত থেকে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান আবু তাহের। এছাড়াও বক্তব্য রাখেন উপজেলা ভাইস চেয়ারম্যান লুৎফুর রহমান মহালদার, ইউনিট কমান্ডার আব্দুস সামাদ সহ প্রমুখ।



from Sylhet News | সুরমা টাইমস http://ift.tt/2AXsPrk

December 06, 2017 at 03:29PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top