নেপাল, ১৬ ডিসেম্বর- প্রথমবারের মতো নেপালে অনুষ্ঠিত হুইল চেয়ার ক্রিকেটের ত্রিদেশীয় সিরিজে জয় পেয়েছে বাংলাদেশ। নিজেদের দ্বিতীয় ম্যাচে শক্তিশালী ভারতকে ৬ উইকেটে হারিয়েছে বাংলাদেশ হুইল চেয়ার ক্রিকেট দল। প্রথমে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১৬৭ রান করে ভারত। বাংলাদেশের পক্ষে একাই ৪ উইকেট নেন মোর্শেদ। এছাড়া রিপন ২ উইকেট ও রাজন ১ টি উইকেট নেন। জবাবে ব্যাট করতে নেমে বাংলাদেশ অধিনায়ক মোহাম্মদ মহসিনের দুর্দান্ত কীর্তিতে ১৯ বল আর ৬ উইকেট হাতে রেখেই জিতে যায় বাংলাদেশ দল। মহসিন ৫১ রানে অপরাজিত থেকে জয় নিয়ে মাঠ ছাড়েন। এছাড়া মিঠু ২৫, উজ্জ্বল ১৮ রান করেন। শিরোপা জয়ের স্বপ্নে গত ১৩ই ডিসেম্বর ২০ সদস্যের বাংলাদেশ দল নেপালের উদ্দেশে রওনা করে। উল্লেখ্য, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক ও এমপি নাইমুর রহমান দুর্জয় বাংলাদেশ হুইল চেয়ার ক্রিকেট দলের পুরো নেপাল সফরের পৃষ্ঠপোষকতায় আছেন। সূত্র:আরটিভি অনলাইন এমএ/০৯:৪০/১৬ ডিসেম্বর



from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://ift.tt/2AHKWOO
December 17, 2017 at 03:42AM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top