দিল্লি, ০৩ ডিসেম্বর- ক্যারিবীয় ক্রিকেট তারকা ব্রায়ান লারার রেকর্ড ভেঙে দিয়েছেন ভারতীয় দলের অধিনায়ক বিরাট কোহলি। শ্রীলংকার বিপক্ষে চলমান সিরিজে লারার গড়া ডাবল সেঞ্চুরির রেকর্ড ভাঙেন তিনি। দিল্লিতে শেষ টেস্টের তৃতীয় দিনে ডাবল সেঞ্চুরি পূরণ করে লারাকে ছাড়িয়ে যান ভারতীয় অধিনায়ক। এর আগে তিনি নাগপুর টেস্টেও ডাবল সেঞ্চুরি করেন। ওই সেঞ্চুরি দিয়ে তিনি লারাকে স্পর্শ করেন। অধিনায়ক হিসেবে পাঁচটি ডাবল সেঞ্চুরি করেছিলেন লারা। আর কোহলি করলেন ষষ্ঠ ডাবল সেঞ্চুরি। দিল্লি টেস্টের দ্বিতীয় দিনশেষে কোহলি অপরাজিত ছিলেন ১৫৬ রানে। তৃতীয় দিন লাঞ্চের আগেই সেটিকে ডাবলে রূপ দিয়েছেন। ১৯৯ থেকে সুরাঙ্গা লাকমালের বলে দুই রান নিয়ে গড়েছেন মাইলফলক। এর আগে স্যার ডন ব্র্যাডম্যান, মাইকেল ক্লার্ক ও গ্রায়েম স্মিথের আছে ৪টি করে। এ ছাড়া এই সিরিজের তিন টেস্টেই সেঞ্চুরি পেয়েছেন কোহলি। তিন ম্যাচের টেস্ট সিরিজে টানা তিনটি সেঞ্চুরি নেই আর কোনো অধিনায়কের। কোহলির সেঞ্চুরির হ্যাটট্রিক এ নিয়ে দুবার। আর কোনো অধিনায়ক এই কীর্তি গড়তে পারেননি। এমএ/০২:১০/০৩ ডিসেম্বর



from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://ift.tt/2iHd8gN
December 03, 2017 at 08:20PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top