বাংলাদেশ এসোসিয়েশন অব টরন্টো, অন্টারিও, TBPAC, OBECS এবং সাপ্তাহিক দেশের আলোর আয়োজনে গত ১০ ডিসেম্বর রবিবার টরন্টোর মনার্ক পার্ক কলেজিয়েট ইনস্টিটিউটে অনুষ্ঠিত হয়ে গেল বিজয় উৎসব ২০১৭ ও ১২তম এডুকেশনাল এওয়ার্ড এবং সাংস্কৃতিক সন্ধ্যা। বাংলাদেশের জাতীয় সঙ্গীত পরিবেশনার মধ্য দিয়ে সন্ধ্যা ৭টার দিকে মনার্ক পার্ক কলেজিয়েট ইনস্টিটিউটের অডিটরিয়ামে উদ্বোধন করা হয় বিজয় উৎসবের। এরপর ছিল দেশাত্ববোধক গানের সাথে কিশোরীদের মনাজ্ঞ নৃত্য পরিবেশন। অরুণা হায়দারের স্কুল নৃত্যাঞ্চলের শিক্ষার্থীরা একের পর এক বেশ কয়েকটি নৃত্য পরিবেশন করে দর্শকদের মুগ্ধ করে। TBPAC এর সমন্বয়ক তাওহীদ নোমান এবং সাপ্তাহিক দেশের আলোর সিনিয়র এডিটর মুজাহিদুল ইসলামের পরিচালনায় সন্ধ্যা ৮টায় ১২তম এডুকেশনাল এওয়ার্ড প্রোগ্রামে ১০ জন বাংলাদেশী ছাত্র/ছাত্রীদের বৃত্তি এবং এওয়ার্ড প্রদান করা হয়। শিক্ষার্থীরা হলেন: ১. রাফিদ চৌধুরী ২. ইফ্ফাত নাজিয়া হায়দার ৩. ফারদিন ইসলাম ৪. মোহাম্মদ আজওয়াদ কবির ৫. ছামিহা রহমান ৬. আদনান ইসলাম ৭. মিফতাহুল ইশা ৮. মার্জিয়া মুনতাহা ৯. জাহরা শারমিন আহমেদ এবং ১০. নাহিয়ান আলম। টরন্টো স্কুল বোর্ড, ওয়ার্ড ১৬ এর ট্রাস্টী শেয়লা কেরী মেগার, ওয়ার্ড ২১ এর ট্রাস্টী আব্দুল হাই পাটেল এবং ডিরেক্টর অব এজুকেশন রিপ্রেজেন্টেটিভ সুপারিনটেন্ডেন্ট জিম স্পাইরোপলাস, TBPAC এর তাওহীদ নোমান, বাংলাদেশ এসোসিয়েশন এর সভাপতি রেজাউর রহমান এবং সাপ্তাহিক দেশের আলোর সম্পাদক সাইদুন ফয়ছল, বাংলাদেশ এসোসিয়েশনের সহ-সভাপতি আখলাক হোসেন, বাংলাদেশ এসোসিয়েশনের সহ-সভাপতি মুজিবুর রহমান, বাংলাদেশ এসোসিয়েশনের সাধারন সম্পাদক ডঃ কবিরুল মোল্লাহ্র কাছ থেকে এওয়ার্ড বিজয়ীরা তাদের ক্রেস্ট গ্রহন করেন। তানভীর কোহিনুর এবং দিলারা নাহার বাবুর সঞ্চালনায় সাংস্কৃতিক অনুষ্ঠান মাতিয়ে রাখেন টরন্টোর সুরের সম্রাজ্ঞী নামে পরিচিত মহুয়া পারিয়াল, বাংলাদেশ থেকে আগত পাওয়ার ভয়েজ খ্যাত আয়েশা মৌসুমী এবং জীবনমুখী গানের জীবন্ত কিংবদন্তী শিল্পী হায়দার হোসেন। বিজয় উৎসব ২০১৭ এর সফল আহ্বায়ক হিসাবে ছিলেন রাসেল সিদ্দিকী, প্রোগ্রাম কোঅর্ডিনেটর তওহীদ নোমান ও সদস্য সচিব এ. এন. এম. ইউসুফ। আয়োজনটি সফল করতে সার্বিকভাবে সাহায্য করেন সাঈদ চৌধুরী দীপু, রুহুল কুদ্দুছ চৌধুরী, ডালিম, সুয়েব খান, মোহাম্মদ আলামীন, সবুজ চৌধুরী টিটু, সুমন সিকদার, হুমায়রা ডালিয়া আহমদ, সোনিয়া হোসাইন, ফারহানা আহমদ, রেহানা আক্তার, ইমরোজ আহমেদ, রিনি ঝিনি, মেহেদী হাসান, জান্নাতুল ইসলাম, সোহেল মিয়া, শামিম মিয়া, জহিরুল ইসলাম প্রমুখ। সর্বশেষে বাংলাদেশ এসোসিয়েশন অব টরন্টো, অন্টারিওর সভাপতি রেজাউর রহমানের সমাপনী বক্তব্যের মাধ্যমে অনুষ্ঠানটি সফল করতে সকল বিজ্ঞাপন দাতা (স্পন্সরদের) প্রতি ধন্যবাদ জানিয়ে আনুষ্ঠানিক ভাবে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন।
from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://ift.tt/2kNJd3P
December 20, 2017 at 05:05PM
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন