ছাতকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ছাতকে প্রতারকসহ ৬ জুয়াড়ীর দণ্ড ,


সুরমা টাইমস ডেস্ক :: ছাতকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে আবুল বশর (৫০) নামের এক প্রতারককে ১ মাসের ও ৬ জুয়াড়ীকে ৩ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে।

মঙ্গলবার রাতে তাদের এ দণ্ডাদেশ প্রদান করেন সহকারী কমিশিনার(ভুমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট সোনিয়া সুলতানার ভ্রাম্যমাণ আদালত। দণ্ডপ্রাপ্ত আবুল বশর উপজেলার ভাতগাঁও ইউনিয়নের ঝিগলী গ্রামের মৃত মোস্তাফা মিয়ার ছেলে।

জানা যায়‚ সরকারী খাসজমি বন্দোবস্ত পাইয়ে দেয়ার নামে দক্ষিণ খুরমা ইউনিয়নরে ভুঁইগাঁও গ্রামের মৃত নোয়াব আলীর পুত্র আব্দুল জলিলের কাছ থেকে ২২ হাজার টাকা নেয় প্রতারক আবুল বশর। টাকা নেয়ার প্রায় দুই মাস গড়িয়ে গেলে মঙ্গলবার তাকে ছাতক ভুমি অফিসে পেয়ে দেনা-পাওনা নিয়ে উভয়ের মধ্যে বাক-বিতন্ডা ও ধস্তাধস্তি শুরু হয়। এক পর্যায়ে কার্যালয়ে কর্মরত সহকারী কমিশনার (ভূমি) সোনিয়া সুলতানা ঘটনাস্থলে উপস্থিত হয়ে আবুল বশরকে প্রতারণার দায়ে টাউট আইনে এক মাসের বিনাশ্রম কারাদ- প্রদান করেন।

এদিকে পুলিশের হাতে গ্রেফতারকৃত জুয়াড়ী লিটন মিয়া (২৫), দুলাল মিয়া (৩০), আলী আহমদ (২৩), হাবিুবর রহমান (২০), লিটন মালাকার (৩০) ও লাল মিয়া (৩৫) প্রত্যেককে ৩মাসের বিনাশ্রম কারান্ড প্রদান করা হয়। দন্ড প্রাপ্তদের সকলেই ভারতীয় নিষিদ্ধ তীর খেলার (শিলং খেলা) সাথে জড়িত ছিল।



from Sylhet News | সুরমা টাইমস http://ift.tt/2BKMS9Y

December 06, 2017 at 03:20PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top