মুম্বাই, ২৩ ডিসেম্বর- সালমান খানের ছবি বলেই আলোচনাটা বেশি ছিলো বেশ কয়েকদিন ধরে। অবশেষে শুক্রবার মুক্তি পেয়েছে বহুল আলোচিত সিনেমাটি। মুক্তির প্রথম দিনেই দারুণ সাড়া ফেলেছে সালমান খান-ক্যাটরিনা কাইফ অভিনীত টাইগার জিন্দা হ্যায়। দেড়শ কোটি বাজেটে নির্মিত ছবিটি প্রথমদিনে আয় করেছে ৩৮ কোটি রুপি। ৫ হাজার ৭০০ স্ক্রিনে মুক্তি পেয়ে ছবিটি প্রথম দিনে এ আয় করেছে বলে জানিয়েছে ভারতীয় সংবাদ মাধ্যমগুলো। বিষয়টি নিশ্চিত করে বাণিজ্য গবেষক তারাণ আদর্শ টুইটারে লিখেছেন, প্রথমদিনে টাইগার জিন্দা হ্যায়র আয় ৩৮ কোটি ৫৪ লাখ রুপি। এর মধ্য দিয়ে নিউডিল্যান্ডে সবচেয়ে বেশি আয় ছবির তালিকায় চতুর্থ স্থানে রয়েছে এটি। এছাড়া অষ্ট্রেলিয়ায় সপ্তম স্থানে রয়েছে ছবিটি। আরও পড়ুন: রাজপরিবারের বিশ্বরাজ সিং পদ্মাবতীর ছাড়পত্র দেবে? ২০১২ সালের মুক্তিপ্রাপ্ত এক থা টাইগার-এর সিক্যুয়েল টাইগার জিন্দা হ্যায়। যশরাজ ফিল্মস প্রযোজিত ও আলি আব্বাস জাফর পরিচালিত ছবিতে সালমানের বিপরীতে রয়েছেন তার সাবেক প্রেমিকা ক্যাটরিনা কাইফ। এক থা টাইগার-এর সিক্যুয়েলের প্রথম সিনেমাটি মুক্তির দিনে আয় করেছিল ৩২.৯৩ কোটি রুপি। বক্স অফিস বিশ্লেষক আমোদ মেহরা বলেন, আমি নিশ্চিত টাইগার জিন্দা হ্যায় এ বছর বলিউডের সবচেয়ে ব্যবসাসফল সিনেমা হবে। সূত্র: জাগো নিউজ এফ/ ২৩:৪৬/২৩ ডিসেম্বর



from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://ift.tt/2znfiEP
December 24, 2017 at 05:46AM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top