কলকাতা, ২২ ডিসেম্বর- নজিরবিহীন ঘটনার সাক্ষী থাকল সমুদ্রসৈকত দীঘা৷ বুধবার থেকেই সৈকত শহরে শুরু হয়েছে বিচ ফেস্টিভ্যাল৷ সেই উৎসবকেই আরও বর্ণময় করে তুলতে লক্ষ্মীবারের দুপুরে নিউ দিঘার ওশিয়ানা সি বিচে একসঙ্গে বেজে উঠল সাড়ে পাঁচ হাজার শাঁখ৷ শঙ্খধ্বনির আওয়াজ প্রতিধ্বনিত হল সমুদ্রতটের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে৷ নজিরবিহীন বিরল এই ঘটনা চাক্ষুষ করতে এদিনের অনুষ্ঠানে হাজির হয়েছিলেন গিনেস বুকের প্রতিনিধিরা। তাঁরা খুশি হয়েছেন। তবে হাজার হাজার বিভিন্ন বয়সি মহিলাদের সম্মিলিত এই শঙ্খবাদন গিনেস বুকে ঠাঁই পাবে কি না, তা অবশ্য স্পষ্ট করেননি গিনেস বুকের কর্তারা৷ আরও পড়ুন- ত্রিপুরার সিনিয়র কংগ্রেস বিধায়ক রতনলাল নাথ বিজেপিতে যোগ দিচ্ছেন এদিন ১৭ থেকে ৩৭ বিভিন্ন বয়সি সাড়ে পাঁচ হাজার মহিলা লালপেড়ে সাদা শাড়ি পরে হাজির হয়েছিলেন দিঘার ওশিয়ানা সি বিচে৷ আগে থেকেই সমুদ্র তটে বাঁশ ও কাপড় দিয়ে পৃথক পৃথক করিডর তৈরি করা হয়েছিল৷ সেখানেই সারি দিয়ে দাঁড়িয়ে বিভিন্ন বয়েসি সাড়ে পাঁচহাজার মহিলা হাতে তুলে নিলেন শঙ্খ৷ বাজালেন একই রিদিমে৷ যা প্রতিধ্বনিত হল সমুদ্রের ঢেউএ৷ তবে এই অনুষ্ঠানটি হওয়ার কথা ছিল বিচ ফেস্টিভ্যালের উদ্বোধনের দিনই৷ কিন্তু অতিরিক্ত কুয়াশার জেরে বুধবার সৈকতশহরের আবহাওয়া ভাল না থাকায় অনুষ্ঠানটি বুধবারের পরিবর্তে বৃহস্পতিবার করা হল বলে জানিয়েছেন জেলাশাসক৷ তথ্যসূত্র: কলকাতা২৪৭ এআর/১১:৪৫/২২ ডিসেম্বর



from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://ift.tt/2BSvPmN
December 22, 2017 at 05:43PM
23 Dec 2017

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.

 
Top