গোবরাতলায় বিজিবি ক্যাম্পের জন্য অধিগ্রহণ করা জমি মালিকদের চেক হস্তান্তর

চঁাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার গোবরাতলা ইউনিয়নের হরিরামপুর মৌজায় বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) নবসৃষ্ট ৫৯ ব্যাটালিয়ন সদরের জন্য অধিগ্রহণ করা জমির মালিকদের জমির মুল্য বাবদ চেক হস্তান্তর করা হয়েছে।
বৃৃৃহস্পতিবার দুপুরে জেলা প্রশাসনের আয়োজনে গোবরাতলা বাজারে জেলা প্রশাসক মাহমুদুল হাসানের সভাপতিত্বে অনুষ্ঠিত চেক হস্তান্তর অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সংসদ সদস্য আব্দুল ওদুদ। বিশেষ অতিথি ছিলেন বিজিবি’র ৫৯ ব্যাটালিয়ন অধিনায়ক লে.কর্ণেল রাশেদ আলী, চাঁপাইনবাবগঞ্জে ৯ ব্যাটালিয়ন অধিনায়ক লে.কর্ণেল আবুল এহসান ও অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আবু হায়াত মো. রহমতুল্লাহ। এ ছাড়াও অনুষ্ঠানে বক্তব্য রাখেন,সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আলমগীর হোসেন, গোবরাতলা ইউপি চেয়ারম্যান আসজাদুর রহমান, সাবেক চেয়াম্যান আরাফুল ইসলাম প্রমুখ। বক্তরা বলেন, নতুন বিজিবি স্থাপনা সীমান্ত রক্ষার পাশাপাশি প্রয়োজনে দেশের অভ্যন্তরীন আইনশৃঙ্খলা রক্ষায় ভূমিকা রাখবে। এছাড়া স্থানীয়ভাবে এলাকার আর্থ-সমাজিক বিভিন্ন উন্নয়নেও সহায়ক হবে। অনুষ্ঠানে মোট ৭৫ বিঘা অধিগ্রহণকৃত জমির মূল্য বাবদ ৭২ জন জমি মালিককে প্রদেয় প্রায় সাড়ে ১৬ কোটি টাকার প্রথম কিস্তি হিসেবে ২৮ জনের মাঝে প্রায় ৬ কোটি টাকার চেক বিতরণ করেন অতিথিরা। পরের কিস্তিগুলি পর্যায়ক্রমে জেলা প্রশাসক কার্যালয় থেকে বিতরণ করা হবে। চেক বিতরণ শেষে অতিথিরা প্রকল্প এলাকা ঘুরে দেখেন। প্রসঙ্গত: দু’বছর পূর্বে ২০১৫ সালের ৩ ডিসেম্বর ৯’বিজিবি ব্যাটালিয়ন সদরের অস্থায়ী ঘাঁটি থেকে কার্যক্রম শুরু করে ৫৯’বিজিবি ব্যাটালিয়ন।

চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ০৭-১২-১৭


from Chapainawabganjnews http://ift.tt/2kxMUxN

December 07, 2017 at 06:59PM
07 Dec 2017

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.

 
Top