পুরী, ১৫ ডিসেম্বরঃ পুরীর জগন্নাথ মন্দিরে উন্নত প্রযুক্তিসম্পন্ন ড্রোন ওড়ানোর জন্য ২ মহিলা সহ ৪ জনকে বৃহস্পতিবার আটক করেছে পুলিশ। জানা গিয়েছে, সিংঘদ্বার পুলিশ স্টেশনের কাছে রাধাবল্লভ মঠের ছাদ থেকে তারা এই ড্রোনের সাহায্যে শ্রীমন্দিরের ভিতরের ছবি তুলছিল বলে অভিযোগ।
উল্লেখ্য, যে এলাকাটিকে সরকারের পক্ষ থেকে নো ফ্লাইং জোন হিসেবে ঘোষণা করা হয়েছিল সেই নিয়ম ভেঙ্গেছে ওই ৪ জন। পুলিশি জিজ্ঞাসাবাদ চলাকালীন অভিযুক্তরা নিজেদের ইস্কন-এর শিষ্য বলে পরিচয় দেয়। এবং জগন্নাথ মন্দিরের নিয়মকানুন সম্পর্কে তারা অবগত বলেও জানায়।
তবে এই প্রথম নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠল এমনটা নয়। সোশ্যাল মিডিয়ায় এর আগেও নিয়মভঙ্গ করে জগমোহনের সংস্কারের বেশ কিছু ছবি ফাঁস হয়ে যায় বলে জানা যায়।
from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal http://ift.tt/2kvbj3G
December 15, 2017 at 03:51PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন