যুক্তরাষ্ট্রে গলায় প্যানকেক আটকে ১৫ বছর বয়সী কিশোরের মৃত্যু


সুরমা টাইমস ডেস্ক :: গলায় প্যানকেক আটকে যুক্তরাষ্ট্রের আটলান্টার ডোরাভিল শহরে ১৫ বছর বয়সী বাংলাদেশি কিশোর সাজ্জাদের অকাল মৃত্যু হয়েছে।

মাত্র ৭ মাস আগে মা সারাহ চৌধুরী এবং ছোট দু’ভাইয়ের সাথে অভিবাসন মর্যাদায় সে যুক্তরাষ্ট্রে এসেছিল। সাজ্জাদের অকাল মৃত্যুতে তার পরিবার ও প্রবাসীদের মধ্যেও শোকের ছায়া নেমে এসেছে।

পারিবারিক সূত্রে জানা গেছে, গত ১৪ ডিসেম্বর বৃহস্পতিবার প্যানকেক তথা চিতই পিঠা দিয়ে সকালের নাস্তা করার সময় তা গলায় আটকে যায়। শুরু হয় শ্বাসকষ্ট। ২০ থেকে ৩০ মিনিট নিঃশ্বাসের প্রচন্ড কষ্টের মধ্য দিয়ে অচেতন হয়ে পড়ে সাজ্জাদ।

এ অবস্থায় হতভম্ব অভিবাবকরা ফোন করেন পুলিশকে। সাথে সাথে তাকে এ্যাম্বুলেন্সে নিকটস্থ স্কটিশ রাইট হাসপাতালের ইমার্জেন্সিতে নেওয়া হয়। হাসপাতালের ডাক্তারগণ সর্বাত্মক চেষ্টা করেও গলা থেকে প্যানকেক সরাতে পারেননি। এভাবেই দুদিন পর তথা ১৬ ডিসেম্বর শনিবার চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

সাজ্জাদের নামাজে জানাজা সম্পন্ন হয় ১৭ ডিসেম্বর রবিবার দুপুরে লরেন্সভিলস্থ ইসলামিক ইন্সটিটিউট মসজিদে এবং একইদিনে ওই মসজিদের কবরস্থানে তাকে দাফন করা হয়।



from Sylhet News | সুরমা টাইমস http://ift.tt/2BJOgwI

December 19, 2017 at 02:02PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top