জানাগেছে, ইউপি সদস্য ফজর আলী তার নিকট আত্বীয় শফিক মিয়াকে সঙ্গে নিয়ে মোটরসাইকেল যোগে উপজেলার আনিকা কমিউনিটি সেন্টারে একটি বিয়ে অনুষ্ঠান যান। বিয়ে অনুষ্ঠানে শেষে বিশ্বনাথ বাজারের আসার পথে বিশ্বনাথ-জগন্নাথপুর বাইপাশ সড়কে পিছন দিকে একটি নোহা গাড়ি মোটরসাইকেলটি সজোরে ধাক্কা দিয়ে সড়কের ওপর ফেলে যায়। এসময় মোটরসাইকেল আরোহী দুইজন আহত হন। পর স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে সিলেট শহরে প্রাইভেট হাসপাতালে প্রেরণ করেন।
এব্যাপারে আহত ইউপি সদস্য ফজর আলী বলেন, বিয়ের অনুষ্ঠান থেকে ফেরার পথে একটি প্রাইভেট নোহা গাড়ি আমাদের মোটরসাইকেল ধাক্কা দিয়ে ফেলে চলে যায়। এতে আমরা দুইজন আহত হই।
from সিলেট – দ্যা গ্লোবাল নিউজ ২৪ http://ift.tt/2laYls1
December 26, 2017 at 04:06PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন