বিশ্বনাথে সড়ক দুর্ঘটনায় মেম্বারসহ আহত ২

index-16বিশ্বনাথ প্রতিনিধি :: বিশ্বনাথে সড়ক দুর্ঘটনায় মোরটসাইকেল আরোহী ইউপি সদস্যসহ দুইজন আহত হয়েছেন। মঙ্গলবার বেলা আড়াইটায় উপজেলার বিশ্বনাথ-জগন্নাথপুর-বাইপাস সড়কে এ ঘটনা ঘটে। আহতরা হলেন-বিশ্বনাথ সদর ইউপি সদস্য ফজর আলী (৩৮) ও তার নিকট আত্বীয় শফিক মিয়া (৪৫)। আহতদের সিলেট নগরীর প্রাইভেট হাসপাতালে প্রেরণ করেছেন স্থানীয় এলাকাবাসী।
জানাগেছে, ইউপি সদস্য ফজর আলী তার নিকট আত্বীয় শফিক মিয়াকে সঙ্গে নিয়ে মোটরসাইকেল যোগে উপজেলার আনিকা কমিউনিটি সেন্টারে একটি বিয়ে অনুষ্ঠান যান। বিয়ে অনুষ্ঠানে শেষে বিশ্বনাথ বাজারের আসার পথে বিশ্বনাথ-জগন্নাথপুর বাইপাশ সড়কে পিছন দিকে একটি নোহা গাড়ি মোটরসাইকেলটি সজোরে ধাক্কা দিয়ে সড়কের ওপর ফেলে যায়। এসময় মোটরসাইকেল আরোহী দুইজন আহত হন। পর স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে সিলেট শহরে প্রাইভেট হাসপাতালে প্রেরণ করেন।
এব্যাপারে আহত ইউপি সদস্য ফজর আলী বলেন, বিয়ের অনুষ্ঠান থেকে ফেরার পথে একটি প্রাইভেট নোহা গাড়ি আমাদের মোটরসাইকেল ধাক্কা দিয়ে ফেলে চলে যায়। এতে আমরা দুইজন আহত হই।


from সিলেট – দ্যা গ্লোবাল নিউজ ২৪ http://ift.tt/2laYls1

December 26, 2017 at 04:06PM
26 Dec 2017

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.

 
Top