কোচবিহার, ১৬ ডিসেম্বরঃ কোচবিহার ৭ নম্বর ওয়ার্ডের রাজমাতা দিঘি এলাকায় ভয়াবহ অগ্নিকাণ্ড। শনিবার বেলা ২টা ৩০ মিনিট নাগাদ ঘটনাটি ঘটেছে। ঘটনাস্থলে দমকলের দুটি ইঞ্জিন পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুন লেগে ভস্মীভূত হয়েছে একটি দোকান ও বাড়ি। আতঙ্কে বাড়ি ছেড়ে পালাতে গিয়ে মৃত্যু হয় এক বৃদ্ধর। মৃতের নাম তপন দত্ত (৬০)।
মৃতের ভাস্তা রঞ্জিত দত্ত জানান, এদিন তিনি দোকানে হঠাত্ই আগুন দেখতে পেয়ে তা নেভানোর চেষ্টা করেন। স্থানীয় বাসিন্দারাও ঘটনাস্থলে এসে আগুন নেভানোর কাজে হাত লাগান। খবর পেয়ে কোচবিহার দমকলের দুটি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছায়। প্রায় ঘণ্টা খানেক চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আসে। শর্ট সার্কিট থেকেই এই আগুন লেগেছে বলে দমকলের অনুমান। ঘটনাস্থলে কোতয়ালি থানার পুলিশ গিয়ে বিষয়টি খতিয়ে দেখে। অগ্নিকাণ্ডে একটি দোকান ও একটি বাড়ি পুড়ে গিয়েছে।
এদিকে, বাড়িতে আগুন লেগেছে জানতে পেরে আতঙ্কে ঘর ছেড়ে পালানোর সময় মাটিতে পড়ে গিয়ে অসুস্থ হয়ে পড়েন তপনবাবু। তড়িঘড়ি তাঁকে কোচবিহার এমজেএন হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তবে চিকিত্সকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। হৃদরোগে আক্রান্ত হয়ে ওই বৃদ্ধর মৃত্যু হয়েছে বলে চিকিত্সক জানিয়েছেন।
from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal http://ift.tt/2k1iG36
December 16, 2017 at 04:27PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন