ঢাকা, ৩০ ডিসেম্বর- মূল পর্যায়ে গোল করার মত তারকার হাহাকার। খানিকটা ভরসা যোগাচ্ছে বয়সভিত্তিক পর্যায়ের খেলোয়াড়রা। তাই তৃণমূল পর্যায়কে আরও সমৃদ্ধ করতে এবং ভবিষ্যতের তারকা বের করে আনতে অন্যতম ভরসার নাম স্কুল ফুটবল। নতুন বছরের ফেব্রুয়ারিতে ৫৩ স্কুল নিয়ে মাঠে গড়াবে স্কুল ফুটবলের এবারের আসর। প্রথম রাউন্ডে অঞ্চলভেদে আট ভাগে ভাগ করা হবে। প্রতি রাউন্ডের সেরা দলগুলোকে নিয়ে হবে ফাইনাল রাউন্ড। প্রতিটি স্কুল তাদের দলে রাখতে পারবে সর্বোচ্চ ২০জন করে খেলোয়াড়। বয়স নিয়ে বিতর্ক এড়াতে স্কুলগুলোকে আনতে বলা হবে খেলোয়াড়দের জন্ম নিবন্ধন পত্র, সঙ্গে পরীক্ষার প্রবেশ পত্রও। আরও পড়ুন: ১৪ বছর পর আবারও দাবায় বিশ্বসেরা গ্র্যান্ড মাস্টার আনন্দ শনিবার বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সভাকক্ষে বিজন বড়ুয়ার নেতৃত্বে স্কুল ফুটবল কমিটির এক সভায় এমন সিদ্ধান্ত নেয়া হয়। সিদ্ধান্ত হয়েছে টুর্নামেন্টের জমকালো উদ্বোধনেরও। আরও পড়ুন: মি.পাপন খুব চালাক :হাথুরুসিংহে দেশের ফুটবলে সুদিন ফেরানোর চেষ্টায় থাকা ফেডারেশন ভবিষ্যতের তারকা খুঁজে বের করতে এ টুর্নামেন্টের দিকে বিশেষ নজর রাখবে। মেধাবী খেলোয়াড়দের খুঁজে পেলে তাদের আনা হবে বিশেষ সুযোগ-সুবিধার আওতায়। এআর/২২:৫০/৩০ ডিসেম্বর



from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://ift.tt/2CrTV8v
December 31, 2017 at 04:50AM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top