মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে ৮ম শ্রেণীর ছাত্রী সুমাইয়া..


সুরমা টাইমস ডেস্ক:: সবার আর্থিক সাহায্য সহযোগিতায়
বাঁচতে পারে একটি জীবন,পূরন হতে পারে অসহায়, একটি দরিদ্র
পরিবারের স্বপ্ন। ব্লাড ক্যান্সারের মত কঠিন রোগে আক্রান্ত ১৩ বছরের অষ্টম শ্রেণীর ছাত্রী নিহি সুমাইয়া। সুমাইয়ার মা-বাবা সমাজের
বিত্তবান দানশীল ব্যাক্তিবর্গের কাছে সুমাইয়ার চিকিৎসার জন্য সহায়তা চেয়ে হাত বাড়িয়েছেন।নিহি সুমাইয়ার স্থানীয় ঠিকানা
মডেল টাউন,জাউয়ার হাজারিবাগ ঢাকা।দিনমজুর পিতা মোঃমুজিবুর রহমান এবং মাতা পারুল বেগম সপ্তম সন্তান।দরিদ্র পরিবারের প্রত্যাশা ছিল শেষ সন্তান (মেয়ে)মানুষের মত মানুষ করব।
সংসারে জ্বালাব শিক্ষার অালো।

কিন্তু মরনব্যাধি ব্লাড ক্যান্সারজনিত রোগে সব স্বপ্ন ভেঙ্গে
দিয়েছে সুমাইয়ার মা-বাবার। জন্মের ১২ বছরের পর তেরো বছরের মাথায় জে.এস.সি পরীক্ষার পূর্বমুহূর্ত সময়ে ধরা পড়ল ব্লাড ক্যান্সারজনিত জটিল
রোগে।
দীর্ঘ ১১ মাস যাবৎ মরনব্যাধি রোগে আক্রান্ত
হয়ে মানবেতরভাবে জীবন যাপন করতেছে অষ্টম শ্রেণীর ছাত্রীটা । দীর্ঘদিন রক্তে ক্যান্সার চিহ্নিত করেছেন ঢাকা মেডিকেলের
প্রপেসর ডাঃমোঃমুজিবুর রহমান সহ বঙ্গবন্ধু মেডিকেল বিদ্যালয় মেডিকেলে,সা-বাগের দায়িত্বরত ডাক্তাররা উক্ত রোগ চিহ্ন করেন এবং তাদের তত্ত্বাবধানে চিকিৎসাধীন
ছিল বর্তমানেও অাছে।

উন্নত চিকিৎসা ও “বনমেরু টান্সফারের জন্য উল্লেখিত মেডিকেল হাসপাতাল চিকিৎসা চলবে। মরনব্যাধি রোগ থেকে মুক্তিপেতে
চিকিৎসকরা বলেছেন কমপক্ষে তাৎক্ষনিক ভাবে বনমেরু টান্সফার করাতে হবে এবং টাকার পরিমান জিঙ্গেস করতে ডাক্তার মোঃমুজিবুর রহমার ও প্রমুখ ডাক্তারের মতে বাংলাদেশের মুদ্রানুযায়ী প্রায়
৪০ লক্ষ টাকার প্রয়োজন। বিশাল বড় অংকের টাকা বহন
করতে পারছেন না সুমাইয়ার দরিদ্র পরিবার। দিন দিন
তার শারীরিক অবস্থা অবনতি ঘটতেছে। অর্থের
অভাবে মৃত্যুরপথ যাত্রী মরনব্যাধি রোগে আক্রান্ত মাত্র ১৩ বছরের অষ্টম শ্রেণীর মেয়ে নিহি সুমাইয়া।
সমাজের বিত্তবান ও দানশীল এবং বর্তমান সরকারের এবং বিরুধি দলের জনপ্রিয় নেত্রীত্ব দান কারী নেতা সহ সকলের কাছে
মানবিক সাহায্য কামনা করেছেন সুমাইয়াও তার দিনমজুর
পরিবার।সুমাইয়ার পরিবারে ব্যবহৃত মোবাইল
নং-০১৬৭৭২০৩৭৫০ (বিকাশ)।



from Sylhet News | সুরমা টাইমস http://ift.tt/2AIjgdh

December 11, 2017 at 12:29AM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top