নিজস্ব প্রতিবেদক:: সিলেটের জৈন্তাপুর উপজেলার শ্রীপুরে পাথর কোয়ারি দখল নিয়ে দুপক্ষের সংঘর্ষে চিকিৎসাধীন হোসাইন আহমদ (৪০) নামের এক ব্যক্তি মারা গেছেন। তিনি দরবস্ত মোহাইল গ্রামের মরতুজ আলী মেম্বারের ছেলে।
রবিবার (৩রা ডিসেম্বর) রাত সাড়ে ৮টায় তিনি ওসমানী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। হোসাইন উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি কামাল আহমদের অনুসারী।
জানা যায়-রবিবার (৩রা ডিসেম্বর) বেলা ১টার দিকে স্থানীয় শ্রীপুর কোয়ারিতে উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি কামাল আহমদ ও সাধারণ সম্পাদক লিয়াকত আলী গ্রুপের মধ্যে এ ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে বিরোধপূর্ণ পাথর কোয়ারিতে পাথর উত্তোলন বন্ধে ১৪৪ ধারা জারি করেছে উপজেলা প্রশাসন।
সিলেট জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (গণমাধ্যম) শামসুল আলম সরকার বলেন- শ্রীপুরে পাথর কোয়ারি দখল নিয়ে রবিবার (৩রা ডিসেম্বর) উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক লিয়াকত আলী ও সহ-সভাপতি কামাল আহমদের অনুসারীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এসময় বেশ কয়েকজন আহত হন। ওসমানী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় হোসাইন আহমদ নামের একজন মারা যান রবিবার (৩রা ডিসেম্বর) রাত সাড়ে ৮টায় মারা যান।
তিনি আরও জানান- মাথায় গুরুতর আঘাত লাগার কারণে তার মৃত্যু হয়েছে বলে পুলিশকে হাসপাতালের দায়িত্বরত চিকিৎসকরা জানান।
from Sylhet News | সুরমা টাইমস http://ift.tt/2AHL4AR
December 04, 2017 at 12:13AM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন