টরোন্টো, ১২ ডিসেম্বর- টরোন্টোর বার্চমাউন্ট রোডস্থ গ্রান্ড প্যালেস কনভেনশন হলে জালালাবাদ এসোসিয়েশন অফট রোন্টোর কার্যকরী কমিটির উদ্যোগে অনুষ্ঠিত হলো এসোসিয়েশনের ট্রাস্টি ও উপদেষ্টামন্ডলীদের পরিচিতি সভা এবং তাঁদের সম্মানার্থে এক বিশেষ নৈশ ভোজের। টরন্টো এবং জি,টি,এতে বসবাসরত জালালাবাদ কম্যুনিটির উল্লেখযোগ্যসংখ্যক বিশিষ্ট ও সর্বজন শ্রদ্ধেয় ব্যাক্তিবর্গ উক্ত নৈশ ভোজে অংশগ্রহণ করেন। অনেকে স্বপরিবারেও অংশগ্রহণ করেন। অনুষ্ঠান শুরুর পূর্বে আগত অতিথিদের সুস্বাদু এপেটাইজার দিয়ে আপ্যায়ন করা হয়। অনুষ্ঠানের শুরুতেই কানাডা ও বাংলা দেশের জাতীয় সংগীত পরিবেশন করা হয়।এরপর এসোসিয়েশনের প্রেসিডেন্ট দেবব্রত দে (তমাল) এবং সাধারণ সম্পাদক মাহবুব চৌধুরী (রনি) আগত অতিথিদের ধন্যবাদ জ্ঞাপন করে স্বাগত বক্তব্য রাখেন। পরবর্তীতে জালালাবাদ এসোসিয়েশন অফ টরোন্টোর পূর্ববর্তী কার্যকরী কমিটির প্রেসিডেন্ট ও সাধারণ সম্পাদক যথাক্রমে মীজানুর চৌধুরী ও সুদীপ সোম (রিংকু) উপস্থিত অতিথিদের সাথে জালালাবাদ এসোসিয়েশন অফ টরোন্টোর বর্তমান কার্যকরী কমিটির সদস্যদের পরিচয় করিয়ে দেন। এর পরের পর্বে এসোসিয়েশনের ভাইস প্রেসিডেন্ট ইন্তেখাব চৌধুরী তুহিনের পরিচালনায় এবং সাংগঠনিক সম্পাদক কাশেম আহমেদ জয় ও প্রচার সম্পাদক ইলিয়াছ খানের কারিগরি সহযোগীতায় জালালাবাদ এসোসিয়েশন অফ টরোন্টোর প্রতিষ্ঠা থেকে শুরু করে বর্তমান সময় পর্যন্ত গৃহীত বিভিন্ন কার্যক্রমের সচিত্র প্রতিবেদন পরিবেশিত হয় এবং জন্মলগ্ন থেকে শুরু করে এযাবৎকাল পর্যন্ত সময় সময় জালালাবাদ এসোসিয়েশন অফ টরোন্টোর বিভিন্ন নেতৃবৃন্দের পরিচিতি ও অবদানের কথা শ্রদ্ধার সাথে স্মরণ করা হয়। এরপর এসোসিয়েশনের প্রেসিডেন্ট দেবব্রত দে (তমাল) উপস্থিত অতিথিদের সাথে সকল সম্মানীত ট্রাস্টী ও উপদেষ্টামন্ডলীদের পরিচয় করিয়ে দেন। পরিচিতি পর্বে ট্রাস্টী ও উপদেষ্টাদের ফুলেল শুভেচ্ছা ও জালালাবাদ এসোসিয়েশনের পিন পরিধান করিয়ে দেয়া হয়। এরপরের পর্বে জালালাবাদ এসোসিয়েশন অফ টরোন্টো কতৃক আয়োজিত সদ্য সমাপ্ত বিলিয়ার্ড প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। বিজয়ীদের হাতে পুরস্কার উঠিয়ে দেন টরোন্টোর জালালাবাদ তথা বাংলাদেশী কম্যুনিটির বিশিষ্ট ব্যক্তিত্ব ও মিডিয়া জগতের পুরোধা দেশে বিদেশে টিভি ও পত্রিকার প্রধান সম্পাদক জনাব নজরুল ইসলাম মিন্টো এবং টরোন্টোর বাংলাদেশী কম্যুনিটির আরেকজন বিশিষ্ট মিডিয়া ব্যক্তিত্ব এন,আর, বি টিভি ও সাপ্তাহিক বাংলামেইলের সম্পাদক জনাব শহিদুল ইসলাম মিন্টু। এ পর্বটি পরিচালনা করেন এসোসিয়েশনের সাংগঠনিক সম্পাদক কাশেম আহমেদ জয় ও ক্রীড়া সম্পাদক এজাজ চৌধুরী।উল্লেখ্য যে, টরোন্টোর বাংলাদেশী কমিউনিটিতে এটাই প্রথম বিলিয়ার্ড প্রতিযোগিতা। অনুষ্টানে আরও যারা উপস্তিতে ছিলেন আজকাল প্রধান সম্পাদক আব্দুল গফফার, বাংলা কাগজ এম আর জাহাংগির, সম্পাদক ভ্যেরআলো আহা দখন্দকার ও CBN নিউজ সম্পাদক মাহবুল হক ওসমানী। এরপর উপদেষ্টা মণ্ডলীর সভাপতি এবং জালালাবাদ এসোসিয়েশন অফ টরোন্টোর প্রাক্তন প্রেসিডেন্ট এবং কমুনিটির সর্বজন শ্রদ্ধেয় ব্যক্তিত্ব জনাব সাজ্জাদুর রহমান চৌধুরী (রেশাদ) আগত অতিথিদের উদ্দেশ্যে স্বাগত বক্তব্য প্রদান করেন। উপদেষ্টামণ্ডলীর আরেক সদস্য টরোন্টোর জালালাবাদ তথা বাংলাদেশী কম্যুনিটির উজ্জ্বল ব্যক্তিত্ব বি,টি,ভি এবং ভয়েস অফ আমেরিকার বাংলা বিভাগের এক সময়কার সিনিয়র ও প্রখ্যাত খবর পাঠিকা মিসেস আসমা আহমেদ ও অতিথিদের উদ্দেশ্যে বক্তব্য রাখেন। তিনি তাঁর বক্ত্যব্যে এসোসিয়েশনের প্রেসিডেন্ট দেবব্রত দে তমালের ভূয়সী প্রশংসা করেন এবং সেই সাথে কার্যকরী কমিটিতে আরো অধিক সংখ্যক মহিলা সদস্যের অন্তর্ভুক্তির উপর গুরুত্বারোপ করেন। অনুষ্ঠানটির সার্বিক পরিচালনার দায়িত্বে ছিলেন জালালাবাদ এসোসিয়েশন অফ টরোন্টোর পূর্ববর্তী কার্যকরী কমিটির ভাইস-প্রেসিডেন্ট ও কলাম লেখক সাকের মোস্তাফা চৌধূরী। সবশেষে মুখরোচক নৈশভোজ পরিবেশনের মাধ্যমে অনুষ্ঠানের সফল পরিসমাপ্তি হয়। আর/১৭:১৪/১২ ডসিম্বের
from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://ift.tt/2yhTGch
December 13, 2017 at 12:01AM
Home
»
বিশ্ব বাংলা
» জালালাবাদ এসোসিয়েশন অফ টরোন্টোর ট্রাস্টী এবং উপদেষ্টামণ্ডলীর পরিচিতি সভা অনুষ্ঠিত
এই সম্পর্কিত আরও সংবাদ...
ফিলাডেলফিয়ার রাজনীতিতে বাংলাদেশি অভিবাসীদের জয়জয়কার
07 Oct 20200টিপেনসিলভানিয়া, ৭ অক্টোবর- যুক্তরাষ্ট্রের স্বাধীনতার সনদ যে নগরীতে গৃহীত হয়েছিল, সেই ফিলাডেলফিয়ার রাজন...আরও পড়ুন »
দক্ষিণ আফ্রিকায় সন্ত্রাসী হামলার গোলাপগঞ্জের যুবক নিহত
05 Oct 20200টিকেপটাউন, ০৫ অক্টোবর- দক্ষিণ আফ্রিকায় সন্ত্রাসীদের হামলায় সিলেটের গোলাপগঞ্জের যুবক জাকির হোসেন (৩৫) ন...আরও পড়ুন »
নিউইয়র্কে আওয়ামী লীগের সমাবেশে হট্টগোল
03 Oct 20200টিনিউইয়র্ক, ০৩ অক্টোবর- যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে আওয়ামী লীগের সমাবেশে আবারও হট্টগোলের ঘটনা ঘটেছে। বাংল...আরও পড়ুন »
নিউইয়র্কে গাড়ির ধাক্কায় বাংলাদেশি যুবকের মৃত্যু
03 Oct 20200টিনিউইয়র্ক, ০৩ অক্টোবর-যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের জেরিকোর লং আইল্যান্ড এক্সপ্রেসওয়েতে হেঁটে যাওয়ার সম...আরও পড়ুন »
জার্মানিতে বাংলাদেশি প্রবাসীর শতাধিক বাড়ি
02 Oct 20200টিবার্লিন, ০২ অক্টোবর- নিজের জমানো টাকায় কিশোর বয়স থেকে ব্যবসা শুরু করে জার্মানিতে এখন শতাধিক বাড়ির ম...আরও পড়ুন »
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.