বক্তব্য রাখেন আল ইমদাদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক গৌছ আলী, মুফতিরগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক বাবুল কান্তি দাস, ব্যবসায়ী হুশিয়ার আলী, শানুর আলী, স্কুল এন্ড কলেজের ভাইস প্রিন্সিপাল মো. কামাল হোসেন, শিক্ষক সুহেল মিয়া, আল-আমিন, রুবেল আহমদ, রুজেল আহমদ, শাহিন আলম, জাকির হোসেন, রফিকুল ইসলাম, হোসাইন আহমদ রাজন, শিক্ষিকা রাজিয়া সুলতানা, শিহাব আহমদ, নাসির উদ্দিন, জুয়েল আহমদ, প্রিয়াংকা রানী দেব, শেফালী বেগম। অনুষ্টানের শুরুতে ক্বিরাত পাঠ শিক্ষার্থী আনসারী ও গীতা পাঠ করেন সুবর্ণা চন্দ্র। হামদনাত পরিবেশন করেন শিক্ষার্থী হামিদা বেগম। এসময় কৃতি শিক্ষার্থীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন অনুষ্ঠানের অতিথিরা।
এদিকে, অনুষ্ঠানে পূর্ব ঘোষিত জেএসসি পরীক্ষা এ প্লাসপ্রাপ্ত ৩ শিক্ষার্থীদের হাতে সিলেট টু ঢাকা বিমান টিকেট প্রদান করা হয়। টিকেটপ্রাপ্ত শিক্ষার্থীরা হলেন-উপজেলা সদরের আলহাজ্ব লেচু মিয়া স্কুল এন্ড কলেজের শিক্ষার্থী ফারজানা রুলি রানী চন্দ্র, মরিয়ম তাসনীম মীম ও আমিনা বেগম।
from সিলেট – দ্যা গ্লোবাল নিউজ ২৪ http://ift.tt/2DCzB3r
December 31, 2017 at 03:21PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন