ঢাকা, ৩১ ডিসেম্বর- এক দশকেরও বেশি সময় ধরে ঢালিউডের নাম্বার ওয়ান নায়ক শাকিব খান। এবার দেশ সেরা নায়ক নির্বাচিত হয়েছেন তিনি। এরপরেই রয়েছেন আরিফিন শুভ ও মোশাররফ করিম। রেডিওর ইতিহাসে চলচ্চিত্র নিয়ে প্রথম পূর্ণাঙ্গ অনুষ্ঠান মুভি টাইম উইথ সৈকত সালাহউদ্দিনর জরিপে সেরা নায়ক নির্বাচিত হয়েছেন শাকিব। দেশের সর্বপ্রথম এফএম রেডিও স্টেশন রেডিও টুডের জনপ্রিয় এই অনুষ্ঠানটি সঞ্চালনা করছেন মুভি বাজার খ্যাত সঞ্চালক সৈকত সালাহউদ্দিন। রেডিও টুডে থেকে জানা যায়, দর্শকের প্রদত্ত ভোটের মাধ্যমে এই জরিপ করা হয়েছে। রেডিও টুডের অফিশিয়াল ফ্যান পেজে দর্শকরা মন্তব্য করেছেন, সেই মন্তব্যের ভিত্তিতেই নির্বাচন করা হয়েছে বছরের সেরা নায়ক। এই জরিপের প্রসঙ্গে সঞ্চালক সৈকত সালাহউদ্দিন বলেন, আমরা প্রাথমিকভাবে দশ জন নায়ককে নিয়ে জরিপ করেছি। সেখান থেকে বাছাই করে চূড়ান্ত পর্বে তিন জনকে নির্বাচন করি। এবং সবশেষে ৩ জন থেকে সেরা নায়ক বাছাই করেছি। তিন জনের মধ্যে শাকিব খান ছাড়া ছিলেন আরিফিন শুভ ও মোশাররফ করিম। দর্শকের ভোটের মাধ্যমেই এই জরিপ সম্পন্ন হয়েছে। সৈকত সালাহউদ্দিন আরও জানান, মুভি টাইমর আগামী পর্বে ২০১৭-এর সেরা নায়িকা নির্বাচন করা হবে। সেটাও অবশ্যই দর্শকের ভোটের মাধ্যমে। আমাদের রেডিও টুডের অফিশিয়াল পেজে দর্শকরা সর্বশেষ আপডেট জানতে পারবেন। প্রসঙ্গত, মুভি টাইম উইথ সৈকত সালাহউদ্দিন প্রতি শুক্রবার বিকাল ৪টায় রেডিও টুডেতে সরাসরি সম্প্রচার হয়। এছাড়া ফেসবুক লাইভের মাধ্যমে অনুষ্ঠানটি দেখাও যায়। অনুষ্ঠানটির প্রযোজনা ও সার্বিক তত্ত্বাবধানে রয়েছেন রেডিও টুডের হেড অব প্রোগ্রাম ডেভলপমেন্ট এবং সিনিয়র আরজে টুটুল জহিরুল ইসলাম। আরও পড়ুন:শাকিবকে বললেন সানী, অপুকে নিয়েই সংসার করো এদিকে চলতি বছর ঢাকাই ছবির সুপারস্টার শাকিব খান অভিনীত ৫টি চলচ্চিত্র মুক্তি পেয়েছে। এগুলো হলো- সত্তা, নবাব, রাজনীতি, রংবাজ ও অহংকার। সবগুলো ছবিই ছিলো আলোচনার শীর্ষে এবং সাফল্যের সারিতে। এছাড়াও আরিফিন শুভ অভিনীত ঢাকা অ্যাটাক ঢালিউডের অন্যতম একটি ব্যবসা সফল চলচ্চিত্র। পাশাপাশি সমালোচকদেরও প্রশংসা কুড়ায় ছবিটি। সূত্র:জাগো নিউজ২৪ এমএ/১১:২০/৩১ ডিসেম্বর



from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://ift.tt/2q2zJaF
January 01, 2018 at 05:29AM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top