সিনেমায় দেখা সত্যিকারের ভালোবাসার গল্প আসল জীবনে অন্য ধরনের হয়। আমরা আমাদের প্রিয় সেলিব্রিটিদের বহুবার রোম্যান্স করতে দেখেছি। বহু সেলিব্রিটিদের প্রেমের জীবন সুন্দর কিন্তু বহুজনের ক্ষেত্রে সেরকম নয়। উদাহরণ স্বরূপ, বেশিরভাগ সেলিব্রিটিরা রয়েছেন যাদের ভালোবাসা ছিল অন্য কাউর সাথে কিন্তু বিয়ে করছে অন্য আরেকজনকে। এখানে কিছু টেলিভিশন সেলিব্রিটিদের সম্বন্ধে বলা হলো যারা প্রেম করেছেন একজনের সাথে বিয়ে করেছেন আরেকজনের সাথে। সারা খান : সারা খান বিদায়া সিরিয়ালের সাধনার ভূমিকায় জনপ্রিয় হয়েছিলেন। সারার সম্পর্ক ছিল পারস ছাবরার সাথে। কিন্তু ২০১০ সালে বিগ বস হাউসে মার্চেন্টকে বিয়ে করেন। কিন্তু বর্তমানে দুজনই আলাদা। নিরু বাজওয়া : নিরু বাজওয়ার সম্পর্ক ছিল অভিনেতা অমিত সাধুর সাথে। একটি টেলিভিশন শো গানস এবং রোজেসের শুটিং সময় একে ওপরের প্রেমে পড়েন। কিন্তু এই দম্পতির আট বছর সম্পর্ক ভেঙে যায়। পরে ৮ ফেব্রুয়ারি ২০১৫ সালে নিরু হরমিকপল (হ্যারি) জাওন্ধায়র সাথে বিবাহবন্ধনে আবদ্ধ হন। দিবিয়াঙ্কা ত্রিপাঠি : শারদ মালহোত্রা এবং দিবিয়াঙ্কা ত্রিপাঠি ৭ বছরের সম্পর্কের মধ্যে ছিলেন এবং ২০১৫ সালে তাদের ব্রেকআপ হয়ে যায়। এক বছরের মধ্যে উভয় তাদের জীবনে ফিরে যান। ২০১৬ সালে জুলাই মাসে দিবিয়াঙ্কাকে তার সহ-অভিনেতা বিবেক ডাহিয়া সাছে বিবাহ বন্ধনে আবন্ধ হন। করণ প্যাটেল : করণের সঙ্গে কাম্যার সম্পর্ক ভেঙে যাওয়া সকলকে অবাক করে দিয়েছিল। রিপোর্ট অনুযায়ী, করণের বাবা-মা কাম্যাকে পছন্দ করেনি। তিনি ডিভোর্সীর সাথে একটি বাচ্চার মাও ছিলেন। তাদের সম্পর্ক ২০১৪ সালে শেষ হয়ে যায়। পরে অঙ্কিতা ভারগভের সাথে বিয়ে করেন। করণ সিং গ্রোভার : যখন করন সিং গ্রোভারের কথা বলা হয় তখনই তাদের প্রথম দুটো বিয়ে শ্রদ্ধা নিগম এবং জেনিফার উইংয়েটের কথা আসে। কিন্তু টিভি অভিনেত্রী নিকোল আলভায়ার্সের সাথে করণের বহুদিনের সম্পর্ক ছিল। করণ যখন বিবাহিত তখন একটি রিয়েলিটি শো ঝালক ডিখলা জাতে নিকোলের সাথে দেখা হয়। ব্যস্ত কর্মজীবনের কারণে নিকোল ও করণ আলাদা হয়ে যায়। 2016 সালে করন সিং গ্রোভার বিপাসা বসুকে বিয়ে করে। সূত্র: এমটি নিউজ এফ/ ১৯:২০/০৯ ডিসেম্বর
from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://ift.tt/2nNMJ2W
December 10, 2017 at 01:22AM
এই সম্পর্কিত আরও সংবাদ...
তুর্কি সিরিজ আরতুগ্রুলে মজেছেন ভারতের মুসলিমরা
07 Oct 20200টিমুসলিম বিশ্বে দারুণভাবে সাড়া ফেলে তুরস্কের টিভি সিরিজ দিরিলিস: আরতুগ্রুল। এখন কাশ্মীরসহ ভারতের মুসলি...আরও পড়ুন »
আবারো ভাইরাল শাহরুখকন্যার ছবি
07 Oct 20200টিমুম্বাই, ৭ অক্টোবর- উষ্ণতায় ভরা চোখ ঝলসানো ছবি শেয়ার করে ফের ভাইরাল হলেন বলিউড বাদশাহর কন্যা সুহানা ...আরও পড়ুন »
এবার সুশান্ত-ভক্তের আত্মহত্যার হুমকি
07 Oct 20200টিমুম্বাই, ০৭ অক্টোবর- বলিউড অভিনেতা সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর প্রায় চারমাস পার হলেও এখন পর্যন্ত তা...আরও পড়ুন »
প্রায় একমাস পর জামিন পেলেন রিয়া চক্রবর্তী
07 Oct 20200টিমুম্বাই, ০৭ অক্টোবর- ৯ দিন জেলে কাটিয়ে অবশেষে জামিন পেলেন সুশান্ত সিং রাজপুতের প্রেমিকা রিয়া চক্রবর্...আরও পড়ুন »
কাজলের বাগদান সম্পন্ন, বিয়ের পিঁড়িতে বসছেন ৩০ অক্টোবর
07 Oct 20200টিমুম্বাই, ৭ অক্টোবর- তামিল, তেলেগু ও হিন্দি ছবির জনপ্রিয় অভিনেত্রী কাজল আগারওয়ালের বিয়ের গুঞ্জন শোনা ...আরও পড়ুন »
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.