সুরমা টাইমস ডেস্ক :: সিলেট নগরীসহ বিভাগের প্রতিটি জেলা ও উপজেলায় অবৈধভাবে গড়ে উঠেছে বেশ কিছু বিউটি পার্লার ও মাসাজ পার্লার। এসব বিউটি পার্লারগুলোর বেশীর ভাগেরই নেই কোনো সরকারী অনুমোধন। কিছু কিছু বিউটি পার্লারে অপ্রাপ্ত মেয়ে শিশুদের দিয়ে অনৈতিক কাজ করানো হচ্ছে। সেই সাথে ম্যাসেজ ব্যবসাও চলছে রীতিমত। এব্যাপারে অবৈধ এসব প্রতিষ্ঠনের বিরুদ্ধে ব্যাপক অভিযোগ পাওয়া গেছে।
পার্লারের ব্যাপারে নির্দিষ্ট কোনো আইন না থাকায় এসব অপকর্ম দিনের পর দিন বেড়েই চলেছে, আইনশৃঙ্খলা বাহিনীর নাকের ডগায়।
অভিযোগ উঠেছে বিউটি পার্লার ও ম্যাসাজ পার্লারের অনৈতিক কর্মকান্ডের সুযোগ দিয়ে মোটা অংকের অর্থ মাসোয়ারা তুলছে স্থানীয় পুলিশ প্রশাসনের কিছু দূর্নীতিবাজ কর্তাব্যক্তিরা।
এসব পার্লারগুলো বাইরে থেকে ভিতরের পরিবেশ অনুমান করাও কঠিন। ভিতরে প্রবেশ করলেই চোখে পড়বে ছিমছাম পরিপাটি বিউটি পার্লার। অথচ এর মধ্যে চলছে ভয়ঙ্কর অনৈতিক কর্মকান্ড। এইসব পার্লারে থাকে কিছু সুন্দরী যুবতী। এখানেই চলে যতসব অনৈতিক কর্মকান্ড। স্কুল-কলেজের উঠতি বয়সী ছেলেরাসহ যুব-সমাজের একটি বড় অংশ এদের খদ্দের।
সামাজিক অবক্ষয়ের এই সন্ধিক্ষণে এই ধরণের অনৈতিক কর্মকান্ড বন্ধে প্রশাসন প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবে এমনটাই প্রত্যাশা সকলের।
from Sylhet News | সুরমা টাইমস http://ift.tt/2ivDtLj
December 06, 2017 at 09:03PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.